প্রাণ ফ্রুটোর বিজ্ঞাপনে শ্যামল মাওলা


প্রকাশিত: ১১:০৪ এএম, ২৮ মে ২০১৭
ছবি - মাহবুব আলম

প্রাণ ফ্রুটোর বিজ্ঞাপনে অভিনয় করলেন শ্যামল মাওলা। শনিবার (২৭ মে) রাজধানীর কোক স্টুডিওতে বিজ্ঞাপনটির চিত্রায়ন সম্পন্ন হয়েছে। এটি নির্মাণ করেছেন বাপ্পা মাহমুদ।

বিজ্ঞাপনটি প্রসঙ্গে শ্যামল মাওলা জাগো নিউজকে বলেন, ‘রমজান উপলক্ষে বিজ্ঞাপনটি নির্মাণ করা হয়েছে। এই বিজ্ঞাপনে একটা আলাদা ইমোশন রয়েছে। যেটি বিজ্ঞাপনের কনসেপ্টের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্মিত হয়েছে। আমার বিশ্বাস বিজ্ঞাপনটি সবার কাছে ভালো লাগবে এবং ফ্রুটোর প্রচারও খুব ভালো হবে।’

এই বিজ্ঞাপনে শ্যামল মাওলার সহশিল্পী সুমা আফরোজ, শিল্পী সরকার অপু। নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগির প্রাণ ফ্রুটোর এই বিজ্ঞাপনটি প্রচারে আসবে।

কয়েকমাস আগে আরএফএল সোফার বিজ্ঞাপনে কাজ করেছিলেন শ্যামল মাওলা। বর্তমানে এই অভিনেতার ব্যস্ততা ঈদ নাটক নিয়েই।

এনই/এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।