জ্যাকি চ্যান আর নেই!


প্রকাশিত: ১০:০৭ এএম, ২০ মে ২০১৫

চীনের সোশ্যাল নেটওয়ার্কিং সাইট এবং ফ্যান পেজগুলোতে চলছে তোলপাড় আর শোকের মাতম। শোক প্রকাশ করে চলেছেন কিংবদন্তিতূল্য অভিনেতা জ্যাকি চ্যানের লাখো ভক্ত সমর্থকরা।

এমনকি সামাজিক মাধ্যমগুলোতে জ্যাকি চ্যানের সহকর্মী এবং অন্যান্য তারকারাও প্রকাশ করেন শোকবার্তা। শোকের কারণ গুজব রটেছে জ্যাকি চ্যান আর নেই। তিনি মারা গেছেন! এই গুজব ছড়িয়েছে জ্যাকি চ্যানের নামে খোলা একটি ভুয়া ফেসবুক পেজ থেকে।

এমন গুজবে স্বয়ং জ্যাকি চ্যান নিজেও বিব্রত। আর এই গুজব সামাল দিতেই আশ্রয় নিলেন নিজের অফিসিয়াল ফেসবুক পেজের। নিজের একাউন্ট থেকে ভক্তদের উদ্দেশ্যে জ্যাকি চ্যান জানান, ‘এটা আমার অফিসিয়াল ফেসবুক পেজ। আমার একটাই অফিসিয়াল ওয়েব পেজ আছে।’

তিনি আরো বলেন, ‘সকলের ভালোবাসায় আমি সম্মানিত। আশা করছি সকলের সঙ্গ আমি আপাতত ছাড়ছিনা।’

সম্প্রতি আমির খানের ছবি ‘পিকে’ মুক্তি পেয়েছে চায়নাতে। প্রিমিয়ার শোতে হাজির ছিলেন জ্যাকি চ্যান। সেখানে সিদ্ধান্ত নেয়া হয়েছে ইন্দো-চীন চুক্তিতে তৈরি হবে তিনটি চলচ্চিত্র। তিনটিতেই অভিনয় করবেন জ্যাকি চ্যান ও আমির খান।


আরএএইচ/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।