সিঙ্গাপুর যাচ্ছেন না শাকিব খান


প্রকাশিত: ০৮:০৫ এএম, ২১ মে ২০১৫

ঢাকাই ছবির সুপারস্টার শাকিব খান অসুস্থ, কয়েকদিন ধরে এটাই বড় খবর হিসেবে প্রকাশ হয়ে আসছে মিডিয়ায়। ল্যাবএইডে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি অপেক্ষা করছেন সিঙ্গাপুরে গিয়ে উন্নত চিকিৎসা করাবেন বলে।

প্রিয় মানুষটির অসুস্থতার খবরে শাকিব ভক্তরা তো বটেই, তার অনেক শুভাকাঙ্খীরাও ছিলেন চিন্তিত। এমনকি তমা মির্জা, রুবেল, মিশা সওদাগরসহ অনেক সহকর্মীরা শাকিবকে দেখতে গিয়েছেন তার বাসায়।

তবে সুখের কথা হলো নায়ক নিজে জানিয়েছেন তিনি এখন সম্পূর্ণ সুস্থ। তার শারীরিক সমস্যা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। তিনি আপাতত সিঙ্গাপুরে যাচ্ছেন না।

গণমাধ্যমে শাকিব বলেন, ‘আমি গ্যাসজনিত কারণে খানিকটা অসুস্থতায় ভুগছিলাম। ল্যাবএইডে চিকিৎসা নেয়ার পর সেই অসুস্থতা দূর হয়ে গেছে। তাই সিঙ্গাপুরে চিকিৎসা করাতে যাওয়ার কোন কারণ নেই।’

তিনি আরো বলেন, ‘আমি দুই বছর পরপর একবার সিঙ্গাপুর যাই চেকআপ করানোর জন্য। এবারও যাওয়ার কথা ছিল। সে অনুযায়ী শিডিউলও রেখেছিলাম। কিন্তু কাজের চাপ থাকায় আর যাচ্ছি না। আর শরীরও অসুস্থ নয়।’

প্রসঙ্গত, দিন কয়েক আগে এফআই মানিকের ‘দুই পৃথিবী’ ছবির শুটিংয়ে হঠাৎ পেটে ব্যথা অনুভব করেন শাকিব। পরে তিনি কাছের মানুষদের পরামর্শে ল্যাবএইডে যান। সেখানে কিছু টেস্ট করানোর পর ডাক্তার কয়েকটি অ্যান্টিবায়োটিক দিয়ে বললেন, এতে সমস্যা দূর হয়ে যাবে। আর হয়েছেও তাই।

এদিকে শাকিব জানালেন, আগামী ৩০ মে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নতুন ছবি ‘সম্রাট’র শুটিংয়ে অংশ নিবেন তিনি। সেদিন তার সাথে থাকবেন তার প্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস।

এলএ/এএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।