তারা বেশ করেছেন প্রেম করেছেন! (ভিডিও)


প্রকাশিত: ১০:০২ এএম, ১৬ জুলাই ২০১৫

বহুদিন পর আবারো একসাথে হলেন টালিগঞ্জের রাজ-রানী। বলছি নায়ক জিৎ ও নায়িকা কোয়েল মল্লিকের কথা। এবারে ঈদে মুক্তি পাচ্ছে তাদের ‘বেশ করেছি প্রেম করেছি’ ছবিটি।

রোমান্টিক-অ্যাকশন ঘরানার প্রযোজনা করেছেন যৌথভাবে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস ও সুরিন্দর ফিল্মস। আর এটি পরিচালনা করেছেন রাজা ও রানীর প্রিয় বন্ধু রাজা চন্দ।

চলচ্চিত্রটিতে জিৎ, কোয়েল ছাড়াও অভিনয় করেছেন আশীষ বিদ্যার্থী, খরাজ মুখোপাধ্যায়, শঙ্কর চক্রবর্তী, আরিয়ান ভৌমিক, অভিজিৎ সাওয়ান্ত, কোয়েনা মিত্র প্রমুখ।

এখানে সংগীতায়োজনে করেছেন জিৎ গাঙ্গুলী, রূপম ইসলাম। এছাড়া ‘আকাশ জুড়ে তোমার একটা ছবি দেখতে পাই’ ও ‘তোমার আমার প্রেম’ শিরোনামের গান দুটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি এটির সংগীতায়োজন করেছেন বাংলাদেশের সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।



এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।