আবারো ফিরছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি


প্রকাশিত: ০৯:৩২ এএম, ২০ জুলাই ২০১৫

আবারো একসঙ্গে কাজ করতে যাচ্ছেন একসময়ের তুমুল জনপ্রিয় জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণা। তারা দুজনেই একসময় ঘোষণা করেছিলেন, একসঙ্গে আর কাজ করবেন না। ভক্তদের জন্য সুসংবাদটি হলো, এই জুটির পর্দায় ফেরাটা এখন শুধু সময়ের ব্যাপার।

এই জনপ্রিয় জুটিকে বড়পর্দায় ফেরাতে পারেন, তিনজন পরিচালকের নাম এই মুহূর্তে উঠে এসেছে। তারা হলেন সৃজিত মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়।

সম্প্রতি সৃজিতের ‘রাজকাহিনী’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনয় করেছেন। প্রসেনজিৎ তো সৃজিতের সঙ্গে আছেন ‘অটোগ্রাফ’ থেকেই। ‘রাজকাহিনী’র সময় থেকেই কানাঘুষো প্রসেনজিৎ, ঋতুপর্ণাকে নতুন করে জুটিতে ফেরাবেন সৃজিতই।

জানা যায়, সদ্য শুটিং শেষ হওয়া ছবিতে প্রসেনজিতের সঙ্গে ঋতুপর্ণাকে নেয়ার কথা ভেবেছিলেন কমলেশ্বর মুখোপাধ্যায়। কিন্ত্ত ঋতুপর্ণার মাপে চরিত্র না হওয়ায় সেই ভাবনা কার্যকর হয়নি। এখন শোনা যাচ্ছে, প্রসেনজিৎ, ঋতুপর্ণাকে একসঙ্গে পর্দায় ফেরাতে কমলেশ্বরের ভাবনা এখনো অব্যাহত।

শিবপ্রসাদ, নন্দিতা রায়ের সঙ্গে ঋতুপর্ণা তো সেই ‘ইচ্ছে’ থেকেই যুক্ত। এখন প্রসেনজিৎকে নিয়েও তাঁদের ভাবনাচিন্তা শুরু হয়েছে। জানা গেছে, তাদের পরের ছবিতে প্রসেনজিৎ অভিনয় করছেন। সৃজিত, কমলেশ্বর কিংবা শিবপ্রসাদ, নন্দিতা রায়ের ছবিতেই একসঙ্গে ফিরবেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা, এমনটাই আলোচনায় উঠে আসছে।

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।