সুস্থ হয়ে উঠছেন বচ্চন পরিবারের সবাই

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:১৮ এএম, ১৯ জুলাই ২০২০

অডিও শুনুন

করোনাভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হওয়ার পর থেকে বচ্চন পরিবারের সবাই হাসপাতালে ভর্তি। তবে চিকিৎসা নিয়ে এখন একটু সুস্থ আছেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বরিয়া রায় বচ্চন ও আরাধ্য বচ্চন।

অমিতাভ ও অভিষেকের করোনা শনাক্ত হওয়ার পর গত ১১ জুলাই নানাবতী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর একসপ্তাহ পরে ঐশ্বর্য ও আরাধ্যাকে একই হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে মা-মেয়ে হোম কোয়ারেন্টাইনে ছিলেন।

বিজ্ঞাপন

হাসপাতালের সূত্রে জানা গেছে, তারা প্রত্যেকেই সুস্থ আছেন। সবাই চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তাদেরকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। ঐশ্বরিয়ার একটু কাশি রয়েছে। তবে এখন অনেকটাই সুস্থ তিনি। আরও কয়েকদিন হাসপাতালে থাকত হবে।

করোনাভাইরাস শনাক্তের পর ভক্তদের সঙ্গে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ রাখছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

গত শুক্রবার টুইট করে জানান, সুখের সময় হোক বা কঠিন সময়- আমার কাছের পরিজনরা, শুভাকাঙ্খীরা, আমার ভক্তরা সবসময়েই ভালোবাসা, স্নেহ এবং প্রার্থনায় ভরিয়ে দিয়েছে। হাসপাতালের এই প্রটোকল ও অনুশাসনের মধ্যে তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই।

এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।