খোলামেলা দৃশ্যে অভিনয় জটিল বিষয় (ভিডিও)


প্রকাশিত: ০৯:৫১ এএম, ০৬ নভেম্বর ২০১৪

নির্মাণের ৫ বছর আটকে থাকার পর অবশেষে মুক্তি পাচ্ছে রঙ রসিয়া। আগামী ৭ নভেম্বর মুক্তির দিনক্ষণ নির্ধারন করা হয়েছে। চিত্রশিল্পী রাজা রবি ভার্মাকে নিয়ে তৈরি রঙ রসিয়াতে বেশ সাহসী ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী নন্দনা সেনকে।

ইতিমধ্যেই ট্রেলারে যার বিশেষ মুহূর্তগুলো সম্পর্কে ধারণাও পেয়েছে দর্শক। আর ছবিতে খোলামেলা দৃশ্যে অভিনয় করাটাকে অনেক বড় দায়িত্বপূর্ণ ও জটিল বলে আখ্যায়িত করেছেন নন্দনা নিজেই।

তিনি বলেন, এমন দৃশ্যে অভিনয় করতে রাজি হওয়ার পর দেখা যায় এটা এমন একটা ইস্যু হয়ে দাড়ায় যা নিয়ে অনেক সময় ধরে ভাবতে হয়। আমি আমার অভিভাবক ও আত্মীয়দের সঙ্গেও বিষয়টি নিয়ে আলাপ করেছি। এর মানে এই নয় যে আমি ঘাবড়ে গেছি। নগ্ন দৃশ্য যদি শৈল্পিকভাবে উপস্থাপন করা হয় তবে সেটা ভালো।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।