এবার স্ত্রীসহ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে নায়ক ফারুক

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:০৫ পিএম, ০৫ ডিসেম্বর ২০২০

গেল সপ্তাহেই করোনা থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছিলেন অভিনেতা ও সাংসদ আকবর হোসেন পাঠান ফারুক। এমন খবরে স্বস্তি মিলেছিলো। কিন্তু ৩ ডিসেম্বর জানা গেল, আবারও করোনা পজিটিভ এসেছে ফারুকের। তার সঙ্গে নতুন করে এবার আক্রান্ত হয়েছেন স্ত্রী ফারহানা ফারুকও।

স্বামী-স্ত্রী দুজনই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি আছেন। এই খবর নিশ্চিত করেছেন ফারুকের ভাতিজি অভিনয়শিল্পী আসমা পাঠান রুম্পা।

তবে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ফারুকের মেয়ে তুলসি।

এর আগে গেল মাসের মাঝামাঝি সিঙ্গাপুর থেকে উন্নত চিকিৎসা নিয়ে দেশে ফিরে করোনায় আক্রান্ত হন নায়ক ফারুক। ১৫ নভেম্বর তার শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। এরপরদিন সন্ধ্যা ৬টায় তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে চিকিৎসায় করোনা জয় করে বাসায় ফিরেছিলেন এই চলচ্চিত্র অভিনেতা ও রাজনীতিবিদ।

ফারুক জানান, দ্বিতীয় দফায় করোনা পজিটিভ হলেও আগের চেয়ে অনেকটা ভালো আছেন তিনি। দোয়া চেয়েছেন সবার কাছে।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।