নতুন জুটি রণবীর-শ্রুতি
সম্প্রতি একটি লাইট বাল্ববের বিজ্ঞাপণে একসঙ্গে কাজ করেছেন রণবীর কাপুর ও শ্রুতি হাসান। আর এই বিজ্ঞাপণ সামনে আসতেই রীতিমত ঝড় উঠেছে বলি পাড়ায়। বিজ্ঞাপনে তাঁদের দুজনের রসায়ন দেখার পর, বলিউডের অনেক পরিচালকই তাঁজের পরবর্তী ছবিতে নতুন জুটি হিসাবে দেখতে চাইছেন রণবীর-শ্রুতিকে।
ইতিমধ্যে বলিউডের দুই পরিচালক, সঞ্জয় লীলা বনশালি ও অয়ন মুখোপাধ্যায় তাঁদের পরবর্তী ছবিতে কাজ করার জন্য এই নতুন জুটিকে দিয়ে সইও করিয়ে নিয়েছেন। তবে সম্ভবত অয়ন মুখোপাধ্যায়ই হবেন প্রথম পরিচালক যিনি পর্দায় প্রথম এই জুটির রসায়নকে ফুটিয়ে তুলবেন।
বহু বছর আগে এই দুই তারকার বাবা ঋষি কাপুর ও কমল হাসান একসঙ্গে একটি ছবিতে কাজ করেছিলেন। ছবির নাম ছিল ‘সাগর’ যা সে সময়ের হিট। তাই ধরে নেওয়া যেতেই পারে এই দুই বাবার সন্তান হয়ে রণবীর-শ্রুতির ছবিও বক্স-অফিস কাঁপাবে।