কবরীর মৃত্যু : ফেসবুক যেন শোকবই

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩০ এএম, ১৭ এপ্রিল ২০২১

করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন বরেণ্য অভিনেত্রী সারাহ বেগম কবরী। রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

‘মিষ্টি মেয়ে’ খ্যাত এই অভিনেত্রীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনেও।

বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক যেন তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় হয়ে উঠেছে শোকবই। সাধারণ সিনেমাপ্রেমীদের পাশাপাশি কবরীকে হারিয়ে শোকে ভাসছেন নানা অঙ্গনের তারকারাও।

অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘কবরী আপা নেই...।’

নির্মাতা মুশফিকুর রহমান গুলজার লিখেছেন, ‘না ফেরার দেশে চলে গেলেন প্রিয় এবং শ্রদ্ধেয় কবরী আপা (ইন্নি লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শোক জানানোর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, আপা। আপনি এভাবে চলে যাবেন তা কল্পনাও করিনি।’

অভিনেত্রী সুবর্ণা মুস্তফা লিখেছেন, ‘আপনার হাসি, আপনার অভিনয়, আপনার মিষ্টিমুখ সকল বয়সের শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করেছে। রূপালি পর্দার সেরা অভিনেত্রী...। আমি কীভাবে আপনাকে বিদায় জানাবো...!দমবন্ধ লাগছে ...! শান্তিতে থাকুন কবরী ফুপু।’

চিত্রনায়ক ওমর সানি লিখেছেন, 'আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুন।'

কণ্ঠশিল্পী কনক চাঁপার আবেগঘন স্ট্যাটাস, ‘আসলেই আর পারছিনা! কবরী আপা নেই। ঘণ্টা পাঁচেক আগে দোয়া চেয়ে স্ট্যাটাস দিলাম আর এখনই এটা শুনলাম! এভাবেই আমরা একে একে হারাবো আমাদের প্রিয়জনকে! আবারও বলি আমরা অবশ্যই জানি আমরা একান্তই তোমার আল্লাহ এবং তোমার দিকেই প্রত্যাবর্তনকারী। তারপর ও আমরা মানুষ। আপনজনকে ভালোবাসা আমাদের স্বভাবজাত স্বভাব। প্রিয়জন চলে গেলে পাঁজরটাই মনে হয় ভেঙে যায় আর যদি মোটামুটি নিয়মিত হয় তখন তা সহ্যের বাইরে চলে যায়। আল্লাহ, এই রমজানে চলে যাওয়া মানুষটিকে এবং আরও যারা চলে যাচ্ছেন সবাইকে তুমি দয়া করো। বিশেষ অনুগ্রহ করো। আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ। এই করোনার ভয়াবহ থাবা তুমি তুলে নাও। তোমার রহমানুর রাহিম নামের শান দেখাও আল্লাহ! তুমি তো সব পারো!’

অভিনেত্রী মেহের আফরোজ শাওন লিখেছেন, ‘বিদায় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি....’

চিত্রনায়ক শাকিব খান দীর্ঘ স্ট্যাটাসে শোক জানিয়েছেন। তিনি লেখেন, ‘চলচ্চিত্রের যারা পথপ্রদর্শক তারা একে একে চলে যাচ্ছেন। সেই পথে পাড়ি দিলেন আমাদের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী কবরী সারোয়ার আপা। তিনি আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন....’

বুবলী লিখেছেন, ‘ওপারে ভালো থাকবেন কবরী, ম্যাডাম। আপনার আত্মার মাগফেরাত কামনা করছি।’

চিত্রনায়ক সাইমন লিখেছেন, ‘কবরী, ম্যাডাম আর নেই। ১৭.৪.২০২১ তারিখ ০০:২০ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। মহান আল্লাহ যেন উনাকে জান্নাত দান করেন।’

নায়িকা মাহি লিখেছেন, ‘করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন আমাদের প্রিয় অভিনেত্রী মিষ্টি মেয়ে “সারহ বেগম কবরী” আপা। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’

বিদ্যা সিনহা মিম লিখেছেন, ‘ওপারে আপনি ভালো থাকুন। বিদায় কিংবদন্তি....!’

অভিনেতা, প্রযোজক ডিপজল লিখেছেন, ‘বরেণ্য চিত্রনায়িকা সারাহ বেগম কবরী আপা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) সবাই তার জন্য দোয়া করবেন।’

অভিনেতা অপূর্ব লিখেছেন, ‘বাংলা চলচ্চিত্রে “মিষ্টি মেয়ে” খ্যাত সারাহ বেগম কবরী করোনার সঙ্গে লড়াই করে পৃথিবী থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন........’

কণ্ঠশিল্পী মনির খান লেখেন, ‘আরও একটি তারা নিভে গেল। প্রয়াত হলেন কিংবদন্তী অভিনেত্রী কবরী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! ও আল্লাহ করোনা নয় করুনা চাই কথা শোনো বান্দার!!’

অভিনেত্রী অহনার স্ট্যাটাস, ‘ওপারে ভালো থাকবেন। আমার সৌভাগ্য আমি আপনার মতো একজন কিংবদন্তী গুণি অভিনেত্রীর সাথে কাজ করতে পেরেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

রাজনীতিবিদ অধ্যাপিকা অপু উকিল লিখেছেন, ‘চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেত্রী সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরী চিরতরে চলে গেলেন। পাঁচ বছর একসাথে নবম পার্লামেন্টে ছিলাম। সময় পেলেই তার শিল্পচর্চার বাধা-বিপত্তি প্রতিবন্ধকতা আর সফলতার গল্প শুনতাম। খুব ভালো মনের মানুষ ছিলেন। কৃতকর্মের জন্য কবরী আপা অমর হয়ে থাকবেন। পরজগতের চির শান্তিতে থাকুন।’

সংগীত পরিচালক ইমন সাহা লিখেছেন, ‘কত স্মৃতি... কত আদর, ভালবাসা, শাসন পেয়েছি আপনার কাছ থেকে। ঈশ্বর আপনার আত্মার মঙ্গল করুক আন্টি।’

গায়ক ইমরান লিখেছেন, ‘ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেত্রী চলচ্চিত্রের “মিষ্টি মেয়ে” খ্যাত সারাহ বেগম কবরী। চলে গেলেন করোনা আক্রান্ত হয়ে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।’

এলএ/এমআরআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।