স্লো পয়জনে চম্পা


প্রকাশিত: ০৪:০৬ এএম, ২০ নভেম্বর ২০১৪

বিখ্যাত প্রযোজক পরিচালক স্যার আলফ্রেড হিচককের গল্প অবলম্বনে নির্মিতব্য ধারাবাহিক নাটকের নায়িকা চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী চম্পা। নাটকের নাম `স্লো পয়জন`। নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন তারেক মাহমুদ হাসান।

নির্মাতা জানান, হিচককের একাধিক চলচ্চিত্র আর গল্প থেকে অনুপ্রাণিত হয়েই সেসব ছবি ও গল্পের ছায়া অবলম্বনে এই ধারাবাহিকের গল্প রচনা করেছেন। তিনি বলেন, `অনেক দিনের ইচ্ছা ছিল চম্পাকে নিয়ে নাটক নির্মাণের। সেই ইচ্ছা থেকেই স্যার আলফ্রেড হিচককের একটি গল্পের নাট্যরূপ দিয়ে ম্যাডামকে শুনাই। তিনি তা পছন্দ করেন।`

চম্পা বলেন, "আমি খুব কম নাটকেই অভিনয় করি। `স্লো পয়জন` নাটকের গল্পটা দারুণ লেগেছে! আর স্যার আলফ্রেড হিচককের গল্প বলেই কাজটার প্রতি আলাদা আকর্ষণ অনুভব করছি। নাটকে আমার চরিত্রটির নাম শবনম।"

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।