স্লো পয়জনে চম্পা
বিখ্যাত প্রযোজক পরিচালক স্যার আলফ্রেড হিচককের গল্প অবলম্বনে নির্মিতব্য ধারাবাহিক নাটকের নায়িকা চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী চম্পা। নাটকের নাম `স্লো পয়জন`। নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন তারেক মাহমুদ হাসান।
নির্মাতা জানান, হিচককের একাধিক চলচ্চিত্র আর গল্প থেকে অনুপ্রাণিত হয়েই সেসব ছবি ও গল্পের ছায়া অবলম্বনে এই ধারাবাহিকের গল্প রচনা করেছেন। তিনি বলেন, `অনেক দিনের ইচ্ছা ছিল চম্পাকে নিয়ে নাটক নির্মাণের। সেই ইচ্ছা থেকেই স্যার আলফ্রেড হিচককের একটি গল্পের নাট্যরূপ দিয়ে ম্যাডামকে শুনাই। তিনি তা পছন্দ করেন।`
চম্পা বলেন, "আমি খুব কম নাটকেই অভিনয় করি। `স্লো পয়জন` নাটকের গল্পটা দারুণ লেগেছে! আর স্যার আলফ্রেড হিচককের গল্প বলেই কাজটার প্রতি আলাদা আকর্ষণ অনুভব করছি। নাটকে আমার চরিত্রটির নাম শবনম।"