মনির খানের গানের মডেল টিকটকার অপু ভাই

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০১:৪৯ পিএম, ২৩ জানুয়ারি ২০২২

নতুন বছরের শুরুতেই চমক সৃষ্টি করেছেন দেশের প্রথম সারির সংগীতশিল্পী মনির খান। বর্তমান সময়ের জনপ্রিয় সংগীত পরিচালক আল আমিন খানের সুর ও সংগীতে প্রসেনজিৎ মন্ডলের কথায় নতুন গান নিয়ে হাজির তিনি।

গানটির ভিডিও প্রকাশ পেয়েছে মিউজিক প্রযোজনা প্রতিষ্ঠান ডিপি মিউজিক স্টেশন ইউটিউব চ্যানেলে। এতে মডেল হয়েছেন আলোচিত টিকটকার অপু ভাই।

গানটি ইতোমধ্যে দর্শক শ্রোতাদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। ৫ লাখেরও বেশি দর্শক গানটি উপভোগ করেছেন।

এ গান প্রসঙ্গে মনির খান বলেন, ‘নতুন বছরের শুরুতে আমি আমার শ্রোতাদের ভালো কিছু দিতে পেরেছি বলে ভালো লাগছে। তাছাড়া সংগীত পরিচালক আল আমিন খানের সুর ও সংগীত সত্যিই অসাধারণ।

আমি এর আগেও অনেক গান গেয়েছি আল আমিনের সুর সংগীতে। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’

গানের লিঙ্ক:

এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।