ঈদের দিনে শাহরুখকে এক নজর দেখতে হাজারো ভক্তের ভিড়

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ০৩ মে ২০২২
ভক্তদের সঙ্গে শাহরুখ খানের সেলফি/ছবি: ফেসবুক

বলিউড সুপারস্টার শাহরুখ খান। কারো কাছে তিনি কিং কেবি রোমান্স। কারো কাছে হিন্দি সিনেমার বাদশাহ। কারো কাছে তিনিই বলিউডের ডন। দেশে বিদেশে তার কোটি ভক্ত। সেসব ভক্তদেদ পাগলামির শেষ নেই। শাহরুখও বেশ এনজয় করেন ভক্তদের উন্মাদনা।

কোনো উপলক্ষ এলেই ভক্তরা শাহরুখের মুম্বাইয়ের বাড়ি মান্নাতের সামনে হাজির হন। যদি প্রিয় তারকাকে এক নজর চোখের সামনে থেকে দেখার সুযোগ মেলে।

শাহরুখও ভক্তদের সেই আবদার মেটাতে সব চেষ্টা করেন। বাড়ির ছাদে উঠে হাত নাড়েন সবার উদ্দেশ্যে। ছুঁড়ে দেন উড়ন্ত চুমু।

আজ ঈদের দিনেও দেখা গেল এই চিত্র। শাহরুখের বাড়ির সামনে হাজির হয়েছেন হাজার হাজার ভক্ত-অনুরাগী৷ তাদের দেখা দিয়েছেন অভিনেতা৷ তুলেছেন সেলফিও৷ নিজের ফেসবুকে সেসব ছবি পোস্ট করে সবাইকে ঈদের শুভেচ্ছা দিয়েছেন।

শাহরুখ লিখেছেন, 'ঈদের দিনে সবার সঙ্গে সাক্ষাৎ করাটা কতই না ভালোবাসার মুহূর্ত। আল্লাহ সবার মঙ্গল করুক। ভবিষ্যত ভরে রাখুক ভালোবাসা আর সুখে। ঈদ মোবারক'।

এদিকে শাহরুখ খানের হাতে বর্তমানে তিন সিনেমার কাজ৷ তিনি দীর্ঘদিন পর শুটিংয়ে ফিরেছেন 'পাঠান' সিনেমা দিয়ে৷ এছাড়াও কাজ করবেন দক্ষিণের নির্মাতা এটলি ও বলিউডের বরেণ্য নির্মাতা রাজকুমার হিরানির সিনেমায়।

ইএ/এলএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।