দেলোয়ার জাহান ঝন্টুর সিনেমায় নিপুণ ও ফেরদৌস

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৩ পিএম, ২৬ মে ২০২২

বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু। এবার নতুন সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন তিনি। সিনেমাটির নাম ‘সুজন মাঝি’। সিনেমাটিতে অভিনয় করবেন অভিনেত্রী নিপুণ ও অভিনেতা ফেরদৌস।

আগামী ৩০ মে থেকে ছবির টানা শুটিং চলবে বলে জানান ছবির প্রযোজক আবু সাঈদ খান।

তিনি বলেন, “আমাদের নতুন ছবি ‘সুজন মাঝি’। সিনেমাটির শুটিং শুরু হবে আগামী ৩০ মে থেকে টানা কাজ করে শুটিং শেষ হবে। এই ছবিটি একটা প্রেমের ছবি। ছবিটি পরিচালনা করছেন পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু।”

এই বিষয়ে পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি প্রায় এক মাস হলো সিনেমাটি নিয়ে কাজ করছি। সামনে শুটিং শুরু করবো। এছাড়া কোনো কিছু এই এখন বলতে চাই না। ভালো থাকবেন।’

এর আগেও ফেরদৌস ও নিপুণকে একসঙ্গে কাজ করতে দেখা গেছে। তারা দুজন এবার একসঙ্গে শিল্পী সমিতির নির্বাচনেও অংশ নিয়েছেন।

এমআই/এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।