নতুন কাজ নিয়ে কক্সবাজারে মেহজাবিন, পরিচালক রাজীব

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৫ পিএম, ২২ জুন ২০২২

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। ঈদকে কেন্দ্র করে বেশ কিছু নাটকে তাকে দেখা যাবে। তার ফাঁকে হঠাৎ তার দেখা মিললো কক্সবাজারের সমুদ্র সৈকতে। একই সময়ে একই স্থানে দেখা গেল নির্মাতা আদনান আল রাজীবকেও। টিকটক ভিডিওতে দুজন ধরা দিয়েছেন একসঙ্গে।

এই দুজনের প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন রয়েছে শোবিজে। তাই কক্সবাজারে দুজনের ছবি নিয়ে অনেক জল্পনা-কল্পনা যখন তুঙ্গে তখন জানা গেল, তারা সমুদ্র সৈকতে সময় কাটাতে নয়, তারা এক হয়েছেন নতুন কাজের টানে।

রাজীব নতুন একটি বিজ্ঞাপনচিত্র তৈরি করছেন। এর মডেল হয়েছেন মেহজাবিন। সম্প্রতি কক্সবাজার সমুদ্র সৈকতে টানা তিনদিন শুটিং হয়েছে বিজ্ঞাপনচিত্রটির।

এ প্রসঙ্গে আদনান আল রাজীব জাগো নিউজকে বলেন, ‘গত তিনদিন ধরে কক্সবাজারের মেরিন ড্রাইভসহ বিভিন্ন জায়গায় বিজ্ঞাপনের শুটিং শেষ করলাম। এতে মেহজাবিন কাজ করছে। আরও থাকছেন একজন নতুন মডেল।’

তিনি জানান, বাংলালিংকের টিভিসিটি শিগগিরই প্রচারে আসবে।

এমআই/এলএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।