সানিতে সমস্যা নেই ইমরানের (ভিডিও)


প্রকাশিত: ১২:৪৩ পিএম, ২৭ নভেম্বর ২০১৪

পুরুষদের স্বপ্নে অবাদ তার আনাগোনা, তিনি ‘সপনো কি রানী সানি’। একের পর এক আইটেম নম্বরের সঙ্গে ধুম মাচাচ্ছেন তিনি। তাই ছবি হিট করার তাগিতে পরিচালক থেকে প্রযোজক সবাই চাইছেন সানিকে।

তবে বি-টাউনে বেশ কিছুদিন ধরে একটা গুঞ্জন চলছে, নায়ক ইমরান হাসমির সন্মতি না থাকায় ‘উঙ্গলি’ ছবির টাইটেল ট্রাক থেকে বাদ পড়েছেন লিওনি।

ইমরান কয়েক মাস আগে সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, সুযোগ এলেও আমি কোন দিন সানি লিওনের সঙ্গে অভিনয় করতে চাইবো না।

কিন্তু এই ইমরান এখন পুরোপুরি নব্বই ডিগ্রি অ্যনগেলে ঘুরে গেছেন। সম্প্রতি সংবাদমাধ্যমের এই সম্পর্কে প্রশ্নের উত্তের ইমরানকে জানিয়েছেন, আমি কখনই সানির সঙ্গে অভিনয় করতে নারাজ ছিলাম না। এটা পুরোপুরি গুজব একটা। পরিচালক যখন সানিকে এই অফারটি দিয়েছিলেন তখন আমার সঙ্গে ওঁর তারিখ নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। তাই সানির পরিবর্তে অন্য নায়িকাকে নেওয়া হয়।

তিনি আরও জানিয়েছেন, ভবিষ্যতে আমি যদি ভাল ছবির অফার পাই তাহলে অবশ্যই সানির সঙ্গে কাজ করেত চাইব।

রেনসিল ডিসিলভার  পরিচালিত ‘উঙ্গলি’ ছবিটিতে ইমরানের পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে। ২৮শে নভেম্বর মুক্তি পেতে চলেছে এই সিনেমাটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।