বিবেকের সেলফি ভিডিওতে প্যারা


প্রকাশিত: ০৭:৩০ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৬

গান এখন শ্রোতাদের কানে নয়, চোখে চোখে। তাই শিল্পীরাও শ্রোতাদের সঙ্গে তাল মিলিয়ে চলার চেষ্টা করে যাচ্ছেন। ফলে কমে গেছে অডিও গানের প্রকাশ। ডিজিটাল সময়ে সংগীতাঙ্গন হাঁটছে মিউজিক ভিডিও নির্মাণের প্রথায়।

সে প্রথাতেই ‘প্যারা’ শিরোনামের গানের মিউজিক ভিডিও প্রকাশ করেছেন তরুণ সংগীত পরিচালক ও কণ্ঠশিল্পী ইমতিয়াজ মজুমদার বিবেক। এবার আনতে যাচ্ছেন ভিন্ন স্বাদের এই গানটির সেলফি মিউজিক ভিডিও।

প্যারা প্যারা এতো প্যারা, খাও কেনো তুমি প্যারা?, কী হবে গো সেজে গো বেচারা?- এমনই কথার গানটি লিখেছেন অভি কিম্বল ও শ্রাবণ সাব্বির। এর সুর, সংগীত ও কণ্ঠ দিয়েছেন বিবেক। গেল বছর এই গানের মিউজিক ভিডিও ইউটিউবে আপলোড করেন বিবেক। ভিডিওটি দিয়ে বেশ ভালোই সাড়া পেয়েছেন বলে জাগো নিউজকে জানিয়েছেন।

সেইসঙ্গে জানালেন, ‌এবার খুব শিগগিরই গানটির সেলফি মিউজিক ভিডিও প্রকাশ করবেন তিনি।

এই মিউজিক ভিডিও প্রসঙ্গে বিবেক বলেন, ‘আমাদের দেশে এটাই প্রথম কোনো একক গানের সেলফি মিউজিক ভিডিও হতে যাচ্ছে। শ্রোতারা গানের ক্ষেত্রে এখন নিত্য নতুন পরিবর্তন ও প্রযুক্তি প্রত্যাশা করে। সে ভাবনা থেকেই এই সেলফি ভিডিও`র আয়োজন।’

বিবেক বললেন, গানের চেয়ে এখন মিউজিক ভিডিওর দিকে বেশি ঝুঁকে পড়েছে শিল্পীরা। এটা অডিও ইন্ডাস্ট্রির জন্য একটা হুমকি। তবে সেলফি মিউজিক ভিডিওর একটা সুবিধা হচ্ছে এর জন্য আলাদাভাবে কোনো খরচ করার প্রয়োজন পড়ে না।

বিবেক বলেন, ‘গত বছর গানটির ভিডিও করেছিলাম। তখন গানবাংলা চ্যানেলে ছিলাম। ভিডিওটি গানবাংলার অফিস থেকেই ধারণ করা।’

২০১৪ সালে জি-সিরিজের অগ্নিবীণা থেকে প্রকাশিত হয় বিবেকের প্রথম একক অ্যালবাম ‘বিবেক’। তার বর্তমান ব্যস্ততা একটি মিশ্র অ্যালবাম নিয়ে। ভালোবাসা দিবসে প্রকাশিত হবে অ্যালবামটি।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।