অ্যাঞ্জেলিনার আনব্রোকেন (ভিডিও)


প্রকাশিত: ১১:১২ এএম, ০১ ডিসেম্বর ২০১৪

জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি পরিচালিত আলোচিত চলচ্চিত্র ‘আনব্রোকেন’ মুক্তি পাচ্ছে বড়দিনে। ধারণা করা হচ্ছে অস্কার দৌড়ে শক্তিশালী অবস্থানে থাকবে বছরের শেষদিকে মুক্তি পাওয়া এ চলচ্চিত্র।

চলচ্চিত্রটির কেন্দ্রে রয়েছে লুইস জাম্পেরিনি নামের একজন অলিম্পিক এ্যাথলেট। যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নিয়ে নির্যাতন ও দীর্ঘ কারাবাসের শিকার হন। লরা হিলেনব্রান্ডের বেস্টসেলিং জীবনী অবলম্বনে ছবিটি নির্মিত হয়েছে।

চলচ্চিত্র বিশেষজ্ঞরা ধারণা করছেন, ‘আনব্রোকেন’ বছরের শেষ হাই-প্রোফাইল ছবি, যা অস্কারে শক্তিশালী অবস্থানে থেকে লড়াই করবে। রোববার নিউইয়র্ক ও লস এ্যাঞ্জেলসে ছবিটি প্রদর্শিত হয়। এ সময় সমালোচকদের কাছে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে ‘আনব্রোকেন’। জাম্পেরিনির চরিত্রে অভিনয় করা জ্যাক ও’কনেল পেয়েছেন প্রশংসা।

ছবিটিতে আরও অভিনয় করেছেন- ডোমহেন গ্লিসন, মিয়াভি ও গারেট হেডলান্ড।

এ্যাথলেট জাম্পেরিনি চলতি বছরের প্রথমদিকে ৯৭ বছর বয়সে মারা যান। জোলি তার জীবনী ‘আনব্রোকেন : আ ওয়ার্ল্ড ওয়ান টু স্টোরি অব সার্ভাইভেল, রিসিলিয়েনস এ্যান্ড রিডেম্পশন’-এর দারুণ ভক্ত। তাই ২০১০ সালে প্রকাশিত বইটিকে নিজের দ্বিতীয় ছবির কাহিনী হিসেবে বেছে নেন। এ ছবির চিত্রনাট্য লিখেন অস্কার বিজয়ী দুই ভাই ইথান কোয়েন ও জোয়েল কোয়েন।

এর আগে জোলি ২০১১ সালে বসনিয়া যুদ্ধ নিয়ে নির্মাণ করেন ‘ইন দ্য ল্যান্ড অব ব্ল্যাড এ্যান্ড হানি। ‘আনব্রোকেন’ পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করেছেন এ্যাঞ্জেলিনা জোলি। ১৭ নভেম্বর ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় সিডনিতে। বিশ্বব্যাপী মুক্তি পাবে ২৫ ডিসেম্বর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।