বাবার লেখা শেষ গান গাইলেন দিঠি

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৮ পিএম, ৩০ নভেম্বর ২০২২

কিংবদন্তি গীতিকার ও চলচ্চিত্র নির্মাতা প্রয়াত গাজী মাজহারুল আনোয়ার তার মেয়ে সংগীতশিল্পী দিঠি আনোয়ারের জন্য একটি গান লিখে দিয়েছিলেন। সম্প্রতি সেই গানটি রেকর্ডিং করা হয়েছে। ‘মেঘলা আকাশ একলা রাতে হারিয়ে যাওয়া তারার হিসেব’-কথার এ গানটির সুর সংগীতায়জোন করেছেন নতুন প্রজন্মের শ্রোতাপ্রিয় সংগীত পরিচালক অপু আমান। দিঠির সঙ্গে অপু আমান দ্বৈতভাবে গানটিতে কণ্ঠও দিয়েছেন। জানা গেছে, শিগগির গানটির মিউজিক ভিডিও নির্মাণ করা হবে। মিউজিক ভিডিওতে দিঠি অভিনয়ও করবেন।

বাবার গাওয়া শেষ গান প্রসঙ্গে দিঠি আনোয়ার বলেন, ‘এবারের গানটি গাইতে গিয়ে আমি ভীষণভাবে ইমোশনাল হয়ে পড়েছিলাম। কারণ আমার গাওয়া প্রায় প্রতিটি গান রেকর্ডিংয়ের সময় বাবা উপস্থিত থাকতেন। কিন্তু বাবা এবার বাবা নেই। রেকর্ডিংয়ের সময় বাবাকে অনেক মিস করেছি।’

বাবার লেখা শেষ গান গাইলেন দিঠি

গানটি প্রসঙ্গে দিঠি আরও বলেন, ‘নতুন প্রজন্মের সংগীত পরিচালকদের মধ্যে অপু আমান অনেক ভালো কাজ করছেন। আমার গানটিরও অনকে সুন্দর সুর করেছেন। আশা করছি গানটি শ্রোতাদের মন ছুঁয়ে যাবে।’

এমআই/এমএমএফ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।