জুমার নামাজ শেষে তারা

ঢাকাই চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় খলনায়ক ডিপজল। তার সঙ্গে এই সময়ের আলোচিত নায়ক জায়েদ খান আজ (২ ডিসেম্বর) একটি ছবি তুলেছেন। ছবিটি জায়েদ খানের ফেসবুকে পোস্টও করেছেন। পোস্ট করে জায়েদ খান লিখেছেন, ‘জুম্মার নামাজ শেষে’।
ছবি ও এর ক্যাপশন দেখে বোঝা যাচ্ছে তারা দুজনে আজ একই মসজিদে নামাজ পড়েছেন। নামাজ শেষে তারা ছবি তুলেছেন। জায়েদ খান এই ছবি তার ফেসবুকে পোস্ট করার আধাঘণ্টার মধ্যে প্রায় ১ হাজারের বেশি রিঅ্যাক্ট পড়ে যায়।
এই দুই তারকার এমন ছবি ও ক্যাপশন দেখে তাদের ভক্তরা বেশ প্রশংসা করেছেন। কেউ মজা করেও বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। শহিদুল হাসান নামের এক জন তাদের এই ছবি দেখে মন্তব্য করে লিখেছেন, ‘টুপিতে দুজনকে ভালো মানায়।’
এমআই/এমএমএফ/এমএস