পহেলা বৈশাখে উড়বে শঙ্খচিল
অবশেষে অপেক্ষার পালা শেষ হচ্ছে। সেন্সর ছাড়পত্র পাওয়ার পর তারিখ নির্ধারিত হয়ে গেছে ১৪ এপিল পহেলা বৈশাখ। জানা গেছে, বাংলা বছরের নতুন দিনটিতেই মুক্তি পাবে নন্দিত চিত্রপরিচালক গৌতম ঘোষ পরিচালিত ইন্দো-বাংলা প্রোডাকশনের নতুন চলচ্চিত্র ‘শঙ্খচিল’।
এই ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছেন প্রসেনজিৎ ও কুসুম শিকদার। দুই বাংলায় এটি একসঙ্গে মুক্তি পাবে নববর্ষ উপলক্ষে।
সায়ন্তনী পুততুন্ডর চিত্রনাট্যে দেশ ভাগের কাহিনি নিয়ে তৈরি হয়েছে ‘শঙ্খচিল’। গল্প আবর্তিত হয়েছে একটি পরিবারকে কেন্দ্র করে। যে পরিবারের আত্মীয়রা সীমান্তের দুই পারে ছড়িয়ে রয়েছেন। তাদের জীবনচিত্র তুলে ধরা হয়েছে এখানে।
বাংলাদেশ থেকে ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম এবং এর পরিবেশক সংস্থা আশীর্বাদ চলচ্চিত্র। ভারত থেকে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে রয়েছে প্রসেনজিতের প্রযোজনা সংস্থা।
এতে প্রসেনজিৎ ও কুসুম শিকদারের পাশাপাশি বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উষশী চক্রবর্তী, অরিন্দম শীল, অনুম রহমান খান, দীপংকর দে, প্রিয়াংশু চট্টোপাধ্যায়সহ আরো অনেকেই হাজির হবেন বিভিন্ন সব চরিত্রে।
ছবিটি কান চলচ্চিত্র উৎসবে পাঠানো হবে বলে নির্মাতা গৌতম ঘোষ জানিয়েছেন। ক’দিন আগে এর ফার্স্টলুক পোস্টার উন্মোচন করা হয়েছে কলকাতায়।
এরইমধ্যে ছবিটি নিয়ে বেশ আলোচনা শুরু হয়েছে ঢাকা-কলকাতার দর্শক ও চলচ্চিত্র অঙ্গনে। মুক্তি পেলে ছবিটি আবারো হলে মানুষ টেনে আনবে- এমনটাই প্রত্যাশা করছেন সবাই।
এলএ/এবিএস