শাকিবের ডার্লিং অপু (দেখুন ছবিতে)
অনেক দিন পর আবারও রূপালী পর্দায় একসঙ্গে আসছেন শাকিব খান ও অপু বিশ্বাস। ‘ডার্লিং’ ছবিতে শাকিবের প্রেমিকা হচ্ছেন অপু। আসছে সপ্তাহেই শুরু হচ্ছে মনতাজুর রহমান আকবর পরিচালিত ডালিং এর শুটিং। 
এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘এ মাসেই আকবর আংকেলের “সালাম মালয়েশিয়া” ছবির কাজ করার কথা ছিল। কিন্তু তাঁর সিদ্ধান্তের কারণে “ডার্লিং” ছবির কাজ আগে শুরু করতে হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমি তো রোমান্টিক ছবিরই নায়িকা। ছবিতে সবাই আমাকে সেভাবেই দেখতে চায়। আমিও রোমান্টিক ছবিতে অভিনয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। নিটোল প্রেমের গল্প নিয়ে “ডার্লিং” ছবির কাহিনি গড়ে উঠেছে। যেভাবে শুনেছি তাতে মনে হচ্ছে, গল্পটি দর্শকদের ভালো লাগবে।’