শুরু হচ্ছে শমী কায়সারের আকাশের ওপারে আকাশ


প্রকাশিত: ০৭:৪৭ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৬

প্রচারে আসছে শমী কায়সার অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘আকাশের ওপারে আকাশ’। এই নাটক দিয়ে দীর্ঘদিন পর ধারাবাহিকে অভিনয় করলেন দর্শকনন্দিত এই অভিনেত্রী।

এনটিভিতে আজ রাত ৮টা ২০ মিনিটে এর প্রথম পর্বটির প্রচার হবে। এটি সপ্তাহের প্রতি সোমবার ও মঙ্গলবার প্রচার হবে বলে নিশ্চিত করেছেন নাটকটির পরিচালক বরেণ্য অভিনেতা আবুল হায়াত।

আবুল হায়াত ও কামরুল আহসানের যৌথ রচনায় নাটকে শমী ছাড়া আরো অভিনয় করেছেন- আবুল হায়াত, হাসান ইমাম, রাইসুল ইসলাম আসাদ, মাসুম আজিজ, আজাদ আবুল কালাম, শাহেদ শরীফ খান, মুরাদ পারভেজ, শর্মিলী আহমেদ, দিলারা জামান, লায়লা হাসান, নাজনীন হাসান চুমকি, জেনী, তানজিকা, রীনা রহমান প্রমূখ।

নাটকটির গল্পে দেখা যাবে ‘কাউসেন্সিং সাইকোলজির উপর উচ্চতর গবেষণা করার জন্য ফারজানা গিয়েছিল আমেরিকা। পড়াশোনা শেষ করে ওখানেই থেকে গিয়েছিল। ওখানকার একটা ইউনিভার্সিটিতে পড়াতো। ভালবেসে বিয়ে করেছিল রায়হানকে।  রায়হানও ওখানকার একটা ইউনিভার্সিটিতে পড়ায়।

বিয়ের পর পরই রায়হানের সাথে ফারজানার সৃষ্টি হয় তীব্র ব্যক্তিত্বের সংঘাত। মূলত এ ব্যক্তিত্বের সংঘাত সাংষ্কৃতিক। রায়হান কথায় কথায় বাংলাদেশকে ছোট করে কথা বলে। ফারজানা বার বার বাংলাদেশে চলে আসতে বললেও রায়হান কিছুতেই রাজি হয় না। একদিন ফারজানা মেয়েকে নিয়ে একাই বাংলাদেশে বাবার বাড়িতে চলে আসে।

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।