বাদ পড়লেন সানি লিওন


প্রকাশিত: ০৪:০৩ এএম, ০৬ ডিসেম্বর ২০১৪

মমতা কুলকার্নির জীবনী নিয়ে নির্মিত ছবিতে মমতার চরিত্রে অভিনয় করছেন সানি লিওন। দু’দিন আগেও বলিউডে এ নিয়ে বেশ শোরগোল ছিল।

সর্বশেষ খবরে জানা গেছে, এ ছবি থেকে বাদ পড়েছেন সানি লিওন। খবরটা দিলেন পরিচালক জয়েশ শেঠ। তিনি বলেছেন, যে ছবিটি তিনি তৈরি করছেন সেটি আদৌ মমতা কুলকার্নির বায়োপিক নয়। চিত্রনাট্যে মমতার জীবনের নানা ঘটনার স্পষ্ট প্রভাব রয়েছে এটা সত্যি। এ ছবিতে মমতার চরিত্রে অভিনয়ের জন্য প্রথমে সানি লিওনের কথা চিন্তা করা হলেও শেষ পর্যন্ত তাকে বাদ দেয়া হয়েছে।

এই বাদ দেয়ার পেছনের কারণ সানি নিজেই বলে জানা গেছে। কারণ, তাকে এখনও অফিসিয়ালি কোনো প্রস্তাব দেয়া হয়নি। তার আগেই এ ছবিতে তিনি অভিনয় করছেন বলে মিডিয়াতে খবর হয়েছে। খবরটি সানিই নাকি মিডিয়াতে ছড়িয়েছেন।

বিষয়টি পরিচালককে বেশ বিব্রত করেছে। তাই বাধ্য হয়ে এ চরিত্রের জন্য অন্য কাউকে চিন্তা করছেন তিনি। প্রসঙ্গত, গত মাসে কেনিয়ার নাইরোবিতে মাদক পাচারের অভিযোগে স্বামীসহ পুলিশের হাতে গ্রেফতার হন মমতা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।