সনু নিগমের বাড়িতে চুরি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০১:৪৩ পিএম, ২৩ মার্চ ২০২৩

বলিউডের খ্যাতিমান শিল্পী সনু নিগমের বাবা অগম কুমার মুম্বাইয়ের ওশিয়ারার উইন্ডজর গ্র্যান্ড বিল্ডিংয়ের একটি অ্যাপার্টমেন্টে থাকেন। সনুর বাবার বয়স ৭৬ বছর বয়স। তিনিও একজন খ্যাতিমান গজল গায়ক। তার দাবি, ১৯-২০ মার্চ নাগাদ তার বাড়ি থেকে খোয়া যায় ৭২ লাখ রুপি।

ওশিয়ারা পুলিশে স্টেশনে অভিযোগ দায়ের করেন সোনু নিগমের বোন নিকিতা। বুধবার (২২ মার্চ) ওশিয়ারা থানায় চুরির অভিযোগ দায়ের করেন তিনি। নিকিতা জানান, বাবা অগম কুমার নিগম রেহান নামক একটি ছেলেকে গাড়িচালকের চাকরিতে রেখেছিলেন।

আরও পড়ুন: রাস্তার ভিক্ষুক বলিউডের গায়ক সনু নিগম! (ভিডিও)

প্রায় আট মাস সোনুর বাবার গাড়িচালক হিসেবে কাজ করেন রেহান। তারপর কাজের মান সন্তোষজনক না হওয়ার যুক্তিতে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

নিকিতা আরও জানান, তার বাবা রবিবার ভারসোভার বাড়িতে যান দুপুরের খাবার খেতে। সেখান থেকে ওশিয়ারার অ্যাপার্টমেন্টে ফিরে সন্ধ্যা নাগাদ তিনি ফোন করে জানান, ওর বাড়ির আলমারির এক ডিজিটাল সিন্দুক থেকে ৪০ লাখ রুপি চুরি হয়েছে। পরের দিন অর্থাৎ সোমবার, অগম কুমার নিগম তার ছেলে সোনু নিগমের বাড়িতে যান। সেখান থেকে ফিরেও দেখেন সেই একই ঘটনা। চুরি হয়ে গিয়েছে ৩২ লাখ টাকা। অথচ সিন্দুকের কোনো ক্ষতি হয়নি।

jagonews24বাবার সঙ্গে সনু নিগম

সিসিটিভি ফুটেজ দেখে জানা যায়, সাবেক গাড়িচালক রেহান দুদিনই বড় ব্যাগ নিয়ে ঢুকেছিল ওই ফ্ল্যাটে। অগম কুমার নিগমের সন্দেহ, নকল চাবির সাহায্যে ফ্ল্যাটে ঢুকেই ৭২ লাখ রুপি হাতিয়েছেন রেহান।

আরও পড়ুন: সনু নিগমকে জুতার মালা পরালে ১০ লাখ টাকা পুরস্কার

অগম কুমার নিগমের কথায়, ওশিয়ারা থানায় অভিযোগ দায়ের করেন সোনু নিগমের বোন নিকিতা। নিকিতার অভিযোগের ভিত্তিতে চুরির তদন্ত শুরু করেছে ওশিয়ারা থানার পুলিশ।

সূত্র: আনন্দবাজার ও এএনআই

এমএমএফ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।