রাস্তার ভিক্ষুক বলিউডের গায়ক সনু নিগম! (ভিডিও)


প্রকাশিত: ১১:৫০ এএম, ১৮ মে ২০১৬

গায়ে ছেড়া কাপড়, এলোমেলো চুল এবং চোখে কালো চশমা। কাঁধে একটি পাটের খালি বস্তা। সেটিকে তিনি বিছানা হিসেবে ব্যবহার করছেন। একটি ভাঙ্গা হারমোনিয়াম বগলদাবা করে হেঁটে যাচ্ছেন।

রাস্তার এক পাশে খালি পেয়ে সেখানে বসে হারমোনিয়ামে গান ধরে বসলেন। সেও আবার ‘কাল হো না হো’ ছবির টাইটেল ট্র্যাক। রাস্তায় বসা ফকিরের কণ্ঠে এমন বিমোহিত সুরে গান শুনে কেউ কেউ অবাক দৃষ্টি দিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছেন। আবার কেউ বা এই বিমোহিত সুর শুনে দাঁড়িয়ে পড়ছেন রাস্তার ধারে।

কেউ দুই এক টাকা দানও করলেন। এক তরুণ তো এগিয়ে গিয়ে কথা বললেন। জিজ্ঞেস করলেন সকালের নাস্তা হয়েছে কি না। হয়নি শুনে ১২ রুপি দিয়ে গেলেন। তবে সবাই অবাক হয়ে আফসোস করছিলেন, এমন সুরের গলা যার তাকে কিনা ভিক্ষে করে জীবন ধারণ করতে হচ্ছে! আহা! জীবন কী করুণ।

তবে আসল ঘটনা জানা গেলো পরে। ওই ভিক্ষুকটি আসলে আর কেউ নন, বলিউডের জনপ্রিয় গায়ক সনু নিগম। সম্প্রতি নিজের ইউটিউব পেজে একটি ভিডিও অাপলোড করেছেন সনু। সেখান থেকেই জানা গেল পুরো ঘটনা।

জানা গেল, সকালের নাস্তার জন্য পাওয়া তরুণের ১২ রুপিকে শিল্পী তার জীবনের সেরা প্রাপ্তি বলে স্বীকার করছেন। সেটিকে স্মরণীয় করে রাখতে ওই ১২ রুপি তিনি নিজের পুরস্কার সাজিয়ে রাখার ঘরে ফ্রেমে বাঁধাই করে রেখেছেন।

সনু জানালেন, সংগীতকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্যই এই অভিনব পন্থা অবলম্বন করেছেন তিনি। শিগগিরই আবারো রাস্তায় নামবেন। তবে নতুন কোনো বেশে। প্রথমবার ফাঁকি দিতে পারলেও নিশ্চয় পরেরবার ভক্তদের কাছে ধরা পড়বেন শিল্পী।

এদিকে ইউটিউবে ভিডিও ক্লিপসটি প্রকাশ হওয়ার পরই এটি ভাইরাল হয়ে যায় অনলাইনে। মাত্র দুই দিনেই এটি প্রায় পাঁচ লাখ দর্শক দেখে ফেলেছেন।

ভারতীয় সংগীত ভুবনের জনপ্রিয় নাম সনু নিগম। কয়েক প্রজন্ম ধরেই তিনি বলিউড মাতিয়ে রেখেছেন সুরেলা কণ্ঠে। হিন্দীর পাশাপাশি নিয়মিত গান করেছেন বাংলাতেও। কলকাতা ও ঢাকা- দুই বাংলার চলচ্চিত্রেই তিনি উপহার দিয়েছেন জনপ্রিয় কিছু গান।

ভিডিও :


আরএএইচ/এলএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।