ফেব্রুয়ারিতে ঢাকায় আসছেন সালমান
বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে চার দিনের সেলিব্রিটি ক্রিকেট লিগ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে এ অনুষ্ঠানে অংশ নিতে আগামী ফেব্রুয়ারিতে ঢাকায় আসছেন বলিউড অভিনেতা সালমান খান। ৪ থেকে ৭ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। ৪ দিনের টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রতিটি ম্যাচের শেষেই অনুষ্ঠিত হবে তিন দেশের জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এসব তারকার মধ্যে বলিউডের সালমান খান ছাড়াও আরো রয়েছেন অক্ষয় কুমার, অজয় দেবগন, সানি লিওন ও সোনাক্ষি সিনহা এবং বাংলাদেশের শাকিব খান ও ফেরদৌস। এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে থাকবে এটিএন বাংলা। এ লক্ষ্যে গত শুক্রবার এটিএন বাংলা কার্যালয়ে ভাসাভি ক্রিকেট ক্লাব এবং এটিএন বাংলার মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।