সাল সাবিল জনের সংগীতায়োজনে রবীন্দ্রনাথের গান
আজব রেকর্ডসের ব্যানারে প্রকাশিত হয়েছে রবীন্দ্র সংগীতের অ্যালবাম ‘সখি’। এতে কণ্ঠ দিয়েছেন পার্থ প্রতিম দত্ত। সহশিল্পী হিসেবে অংশ নিয়েছেন শাহানা পারভীন শানু। অ্যালবামটির সংগীতায়োজন করেছেন জনপ্রিয় কম্পোজার সাল সাবিল জন।
এতে সখি, আধেক ঘুমে, আমার পরাণ, সোনার হরিণ, গান শোনাবো শিরোনামের গান রয়েছে।
কিছুদিন আগে কৃষিবিদ ইনস্টিটিউশনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের অধ্যাপক ডা. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে বাংলাদেশসহ সার্কভুক্ত অন্যান্য দেশের চিকিৎসকরাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগীত পরিবেশন করে দেশের স্বনামধন্য ব্যান্ড ‘শিরোনামহীন’।
এছাড়া রাজবাড়িতে বড় পরিসরে অনুষ্ঠানের মাধ্যমে অ্যালবামটির মোড়ক উন্মোচন করেন জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, সংগীতজ্ঞ তপন দে, শ্যামা বাড়ৈ প্রমুখ। অনুষ্ঠানের পরবর্তী অংশে সংগীত পরিবেশন করে স্থানীয় ব্যান্ড- সোলজার, নীলগিরি, রিফ্লেক্ট, ব্যবধান ও ড্রিম।
অ্যালবাম প্রসঙ্গে শিল্পী পার্থ বলেন, ‘পেশা চিকিৎসাসেবা হলেও আমার নেশা সংগীতকে সকলের হৃদয়ের মনিকোঠায় পৌঁছানোর আকাঙ্ক্ষা।’
সহশিল্পী শানু বলেন, ‘এ অ্যালবামে কণ্ঠ দেয়ার মাধ্যমে আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়ন হয়েছে।
কম্পোজার সাল সাবিল জন বলেন, অনেক সাহস ও পরিশ্রম করে প্রথমবারের মতা রবীন্দ্র সংগীতের সংগীতায়োজন করার চেষ্টা করেছি। আমার আগের ১০০% ভালোবসো না, টোকাই, যদি, আমাদরে ৭১) অ্যালবামগুলোর মতো এটিও শ্রোতাদের মুগ্ধ করতে পারবে বলে আশা রাখি।’
আজব রেকর্ডসের কর্ণধার জনপ্রিয় সংগীত শিল্পী জয় শাহরিয়ার বলেন, ‘নতুন ধারার কম্পোজিশনে সম্ভাবনাময় শিল্পী পার্থর অ্যালবাম ‘সখি’ সকলের হৃদয়ে স্থান করে নেবে বলে আশা রাখি। এই অ্যালবামের সঙ্গে যুক্ত সকল কলাকুশলী ও সুহৃদবৃন্দ এর সর্বাঙ্গীন সফলতা কামনা করছেন।’
এলএ/আরআইপি