ক্যাট পছন্দ নয় ক্যাটরিনার


প্রকাশিত: ০৩:১৪ এএম, ১০ ডিসেম্বর ২০১৪

মিডিয়া তারকাদের ছোট কিংবা সংক্ষিপ্ত নামে ডাকতে পছন্দ করে। কিন্তু অনেক তারকাই বিষয়টি পছন্দ করেন না। অবশ্য সরাসরি মুখ ফুটেও বলেন না। যেমন ঐশ্বরিয়া রাই বচ্চনকে সবাই অ্যাশ ডাকলেও `বচ্চন বহু` এ নিয়ে প্রতিবাদ করেননি কখনো। কিন্তু অভিষেক ঠিকই জানিয়েছেন, বিষয়টি ঐশ্বরিয়া মোটেও পছন্দ করেন না। ক্যাটরিনা নিজের কথা নিজেই বললেন।

দুবাইতে এক অনুষ্ঠানে সরাসরি বললেন, `সত্যি বলছি, নাম নিয়ে কাটাছেঁড়া আমার একেবারেই পছন্দ নয়। আমার নাম ক্যাট নয়, ক্যাটরিনা। ক্যাট বলে ডাকবেন না আমাকে।` দুবাইতে নক্ষত্র ডায়মন্ডসের নতুন শোরুমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেছেন, `নামের বিষয়টি একান্ত ব্যক্তিগত। এর সঙ্গে অনেক দিনের ভালোবাসাও জড়িয়ে থাকে। তাই নাম নিয়ে অনেকের (মিডিয়ার) এ ধরনের কাজ করা উচিত নয়।`

তিনি আরো জানান, দুবাই থেকে তিনি পরিবারের জন্য নববর্ষের কেনাকাটা করেই ফিরবেন। আর এবারের নববর্ষ উদ্যাপন করবেন লন্ডনে পরিবারের সঙ্গে। এই উদ্যাপনে তাঁর সঙ্গে থাকবেন রণবীর কাপুর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।