শুক্রবারে আসছে রেজানুর রহমানের সাইরেন


প্রকাশিত: ০৭:৩৭ এএম, ২০ মার্চ ২০১৬

সৈয়দপুর রেলওয়ে কারখানায় কাজ শুরুর আগে সাইরেন বাজানো হয়। স্থানীয়ভাবে যাকে বলা হয় কারখানার সিটি। সিটি বাজার সঙ্গে সঙ্গে কাজে লেগে যায় কারখানার শ্রমিকেরা। সরব হয়ে উঠে কারখানাটি।  

ঢাকা থেকে একটি এনজিওর কাজে সৈয়দপুরে বেড়াতে আসা জয়া নামের এক প্রবাসী তরুণী কারখানার এই সাইরেন শুনে হঠাৎ করেই যেন বদলে যায়। কারখানার সাইরেন, রেলগাড়ির ঝক্ঝক-ঝক্ঝক শব্দের মাঝে সে যেন তার অতীত ইতিহাসকে খুঁজে পায়।

আমাদের মহান স্বাধীনতা আন্দোলনকে ঘিরে কঠিন এক সত্যের মুখোমুখি দাঁড়ায় জয়া। এমনই গল্প নিয়ে জনপ্রিয় নির্মাতা রেজানুর রহমান নির্মাণ করেছেন বিশেষ টেলিছবি ‘সাইরেন’। টেলিছবির দুটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা শাহাদাৎ হোসেন ও জনপ্রিয় টিভি উপস্থাপক অভিনেত্রী দিলরুবা সাথী। তাদের সাথে আরও রয়েছেন মাহবুবা রেজানুর, সুকর্ন হাসান, মিন্টু সরদারসহ সৈয়দপুরের বিভিন্ন নাট্য সংগঠনের শতাধিককর্মী।

টেলিছিবিটি নিয়ে রেজানুর বলেন, ‘এখানে আমাদের মহান স্বাধীনতা আন্দোলন এবং বর্তমান সময়কালের প্রাসঙ্গিক অনেক ঘটনা গুরুত্বপুর্ণ হয়ে উঠেছে। টেলিছবিটি দেখার সময় দর্শক অনেক প্রশ্নের মুখোমুখি হবেন এবং প্রশ্নগুলোর উত্তর খোঁজার তাড়না অনুভব করবেন।’

আসছে শুক্রবার, ২৫ মার্চ বিকেল ৫টা ২০মিনিটে চ্যানেল আইতে ‘সাইরেন’ নামের এই টেলিছবিটি প্রচার হবে বলে জানালেন রেজানুর রহমান।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।