ক্যাটরিনার প্রেমে যুবকের আত্মহত্যা


প্রকাশিত: ০৪:৫০ এএম, ১৫ ডিসেম্বর ২০১৪

সেলুলয়েডে তারকা প্রেম আর তারপর কোন বিপজ্জনক পদক্ষেপ ভারতে নতুন কিছু নয়। এবার এমনই এক কান্ড ঘটালেন মধ্যপ্রদেশের এক ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র। পছন্দের নায়িকা ক্যাটরিনার প্রেমে পাগল হয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল সে। আর লিখে রেখে গেছে এক সুইসাইড নোট। যেখানে লেখা ‘আই লাভ ইউ ক্যাটরিনা’।

জানা গেছে, ছেলেটি নাম রাহুল কুমার সিং। সে ভাওয়ারকুঁয়ায় একটি ইঞ্জিনিয়ারিং কলেজের চতুর্থ বর্ষের ছাত্র। সে বন্ধুদের সঙ্গে একটি বাড়িতে ভাড়া থাকতো। তার সহপাঠীরা জানিয়েছে, রাহুল ক্যাটরিনাকে পাগলের মতো ভালোবাসত। গত কয়েকদিন ধরে রণবীরের সঙ্গে ক্যাটরিনার বিয়ের খবর শোনার পর থেকে মনমরা হয়ে থাকত সে।

সারাদিন এই নায়িকার চিন্তা করত। শনিবার বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে গলায় দড়ি দেয় সে। তবে পুলিশ এটা মানতে রাজি নন। তাঁদের বক্তব্য এটা আত্মহত্যা না অন্য কিছু তা তদন্ত জানা যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।