স্বামী-মা-মেয়েকে নিয়ে মিস ওয়ার্ল্ডের মঞ্চে ঐশ্বরিয়া


প্রকাশিত: ০২:১২ পিএম, ১৫ ডিসেম্বর ২০১৪

২০ বছর আগে গোটা দেশ সুন্দরী মেয়েটাকে তখনও চিনতে পারেনি। নিঃশব্দে কিন্তু সে দেশকে এনে দিয়েছিল সুন্দরীর খেতাব। পরের দিন সকালে তাঁর ছবি দেখে মুগ্ধ হয়ে গিয়েছিল ভারতীয়রা।

বিশ্ব সুন্দরীর শিরোপা পরে ২১ বছরের ঐশ্বর্য রাইয়ের উচ্ছ্বাসটা যেন গোটা দেশের প্রতীক হয়ে দাঁড়িয়েছিল। এরপর কেটে গেছে অনেক সময়, কেটে গেছে অনেকগুলো বছর। রোগা পাতলা মডেল-সুন্দরী মেয়ে থেকে হয়ে গিয়েছেন দেশের `বিউটি সিম্বল`।

বলিউডে নেমেছেন, সম্পর্কে জড়িয়েছিলেন, সম্পর্ক ভেঙেও ফেলেছিলেন। সাফল্য-ব্যর্থতার রাস্তা পেরিয়ে শেষ অবধি বচ্চন পরিবারের বউ হন। তারপর সম্পর্কের নিয়ম মেনে হন মা। সেই ঐশ্বরিয়া ফের বিশ্ব সুন্দরীর মঞ্চে। স্বামী অভিষেক বচ্চন, মেয়ে আরাধ্যা আর মা বৃন্দাকে নিয়ে মিস ওয়ার্ল্ডের মঞ্চে নিয়ে উঠলেন অ্যাশ। ২১ এর ঐশ্বরিয়া থেকে ৪১ এর অ্যাশ বদল অনেক। কিন্তু যখন মিস ওয়ার্ল্ডের মঞ্চে তাঁকে সম্মানিত করা হলো সেই সময় অ্যাশের হাসিটা ঠিক আগের মতোই অতি সুন্দর, প্রাণবন্ত আর আবেগময়।

মিস ওয়ার্ল্ডের মঞ্চে সম্মানিত হওয়ার পর অ্যাশকে বেশ নস্টালজিক শোনালো। বললেন, আগের কথা খুব মনে পড়ছে। মিস ওয়ার্ল্ডের সেই মুকুট ছুঁয়েও দেখেন তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।