শুক্রবার কনসার্ট ফর কম্বল
টিকিট নয়, কম্বলের বিনিময়ে উপভোগ করা যাবে কনসার্ট। প্রবেশপথে কম্বল জমা দিলেই মিলবে ভেতরে ঢোকার অনুমতি। একটি কনসার্ট ঘোচাবে ৩২ জেলার অনেক মানুষের শীত। এমন উদ্যোগ নিয়েই আয়োজন করা হচ্ছে ‘কনসার্ট ফর কম্বল’। শুক্রবার রাজধানীর কলাবাগান মাঠে আয়োজন করা হয়েছে এই চ্যারিটি কনসার্টের।
কনসার্ট ফর কম্বলের উদ্যোগ নিয়েছে ‘প্রজেক্ট কম্বল’ নামের একটি সংগঠন। তাদের আহবানে সাড়া দিয়েছে দেশের প্রথম সারির ব্যান্ড এবং সংগীতশিল্পীরা। এর মধ্যে আছে অর্থহীন, বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডস, চিরকুট, ডিফারেন্ট টাচ, দৃক, ধারক, হাবিব, তাহসান, কেএইচসি অ্যান্ড ফ্রেন্ডস, মাকসুদ ও ঢাকা, অবসকিউর, শূন্য ও যাত্রী। কোনো ধরনের সম্মানী ছাড়াই তারা এ আয়োজনে অংশ নিচ্ছেন।
আয়োজকেরা জানান, কনসার্ট শেষে দ্রুততম সময়ের মধ্যে কম্বল পৌঁছে দেওয়া হবে ৩২টি জেলার শীতার্ত মানুষদের মধ্যে। তাই কনসার্ট-পরবর্তী বিতরণ কার্যক্রমের ব্যয় বহন করার জন্য কনসার্ট মাঠে একটি অনুদান কেন্দ্রও রাখা হবে। প্রজেক্ট কম্বলের পক্ষ থেকে আরও জানানো হয়, যারা কম্বল কেনার সুযোগ পাবে না, তারা কনসার্টে এসে ২৫০ টাকা দিয়ে কম্বল পাস কিনতে পারবে। কনসার্টটি চলবে বেলা দুইটা থেকে রাত ১১টা পর্যন্ত।