নারী সুন্দরীতে মিম
‘নারী সুন্দরী’ নাটকটি বিউটি পার্লারে কাজ করা এক মেয়ের গল্প। এই গল্পের মুখ্য চরিত্রটির নাম সরলা। ঢাকার একটি বিউটি পার্লারে কাজ করে সে। অভিজাত নারীদের আরও আভিজাত্য ফুটিয়ে তোলা এবং সুন্দরী করেন নিখুঁত হাতে।
এক সময় সরলার ওপরও ভর করে উচ্চাকাঙ্ক্ষা। নারী সুন্দরী থেকে সে হয়ে যায় ডিজে। শুরু করে জৌলুসময় জীবনযাপন। কিন্তু এক সময় তার ভাবনাটা বদলে যায়। কিন্তু ততদিনে অন্ধকার জগতের সঙ্গে মিশে গেছে সে।
আসন্ন থার্টি ফার্স্ট নাইটে নাচতে হবে সরলাকে। সে দিনই সরলা জীবনের সবচেয়ে কঠিনতম সিদ্ধান্তটি নিয়ে নেয়। বোমার বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দেয় ডিজে ক্লাব। এরপর কি হয় সরলার? জানতে হলে দেখতে হবে নাটক ‘নারী সুন্দরী’।
নাটকটিতে ডিজে চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। এ ছাড়াও অভিনয় করেছেন রোজী সিদ্দিকী ও রওনক হাসান। মাহমুদ দিদারের রচনা ও পরিচালনায় ‘নারী সুন্দরী’ নাটকটি ৪ জানুয়ারি রাত ৯টায় এনটিভিতে প্রচার হবে। মাহমুদ দিদার বলেন, ঢাকার উত্তরা, ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনসহ বিভিন্ন জায়গা নাটকটির দৃশ্য ধারণ হয়েছে।