পিকের কালেকশন ৪৮ ঘণ্টায় ৫৬ কোটি


প্রকাশিত: ১২:৪০ পিএম, ২১ ডিসেম্বর ২০১৪

আমির মানেই ‘ব্রেক দ্য রেকর্ড’। তা সে বক্সঅফিস বা অভিনয়ের দক্ষতা যে কারণেই। সবাইকে পেছনে ফেলে আমিরই শেষ কথা। বছর শেষে আমিরের ‘পিকে’ ছাড়িয়ে গেল সবাইকে।

এবছরের সবথেকে বেশি ব্যবসা করেছিল সালমানের ‘কিক’। প্রথম দিনে ‘কিকে’র কালেকশন ছিল ২৬ কোটি আর সেখানে প্রথম দিনে একটু এগিয়ে ২৬ কোটি ৬৩ লক্ষে রইল আমির ও রাজ কুমার হিরানির ‘পিকে’। আর দু’ই দিন কাটতে না কাটতে সেই অঙ্ক গিয়ে দাঁড়িয়েছে ৫৬ কোটিতে। তাই আমির মানেই যে রেকর্ড তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।

২০১৩-র শেষে মুক্তি পেয়েছিল আমিরের ‘ধুম থ্রি’। সেবারও বক্সঅফিস দাপিয়ে বেড়িয়েছিলেন আমির, টপকে গিয়েছিলেন ৩০০ কোটির গণ্ডি। এবার প্রথম দুই দিনে ‘পিকে’র কালেকশন দেখে একটাই কথা বলার ‘আগে দেখ কেয়া রঙ্গ দিখাতি হ্যায় পিকে’।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।