একসঙ্গে মা-মেয়ে
বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের জীবনী নিয়ে তৈরি হচ্ছে দুটি বিশেষ অনুষ্ঠান। এর একটি প্রচার হবে বিটিভিতে অন্যটি বৈশাখী চ্যানেলে। অনুষ্ঠানে তার সঙ্গে গান গাইবেন মেয়ে বাঁধনও।
সাবিনা বলেন, আমার সংগীত ও ব্যক্তিজীবনের নানা কথা দিয়ে অনুষ্ঠানগুলো সাজানো হয়েছে। দুটিতেই সঙ্গে উপস্থিত থাকবে আমার মেয়ে বাঁধন। ও আমার পুরনো কয়েকটি গান গাইবে।
বাঁধন বলেন, দীর্ঘসময় মায়ের সঙ্গে কোনও অনুষ্ঠান করা হয়নি। বলা যায়, এই প্রথম কোনও টিভি অনুষ্ঠানে দীর্ঘসময় আমি এবং মা একসঙ্গে থাকছি।
এদিকে আট বছর পর মেয়ের সঙ্গে গান গাইছেন সাবিনা ইয়াসমিন। গানগুলো থাকবে বাঁধনের চতুর্থ একক অ্যালবামে।