কবিগুরুর তপস্বিনীতে সজল-ক্যামেলিয়া


প্রকাশিত: ১০:০৪ এএম, ১১ মে ২০১৬

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘তপস্বিনী’ গল্প অবলম্বনে নির্মিত হয়েছে একক নাটক ‘তপস্বিনী’। নাটকটির চিত্রনাট্য রচনা করেছেন মান্নান হীরা এবং পরিচালনা করেছেন আল্পনা আক্তার।

এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা সজল ও অভিনেত্রী ক্যামেলিয়া রাঙা।

নাটকের গল্পে সজলকে দেখা যাবে বরদানন্দ চরিত্রে। আর ক্যামেলিয়া থাকবেন তার স্ত্রী চরিত্র ‘ষোড়শী’ হয়ে।

নাটকে দর্শক দেখবেন- নামের সঙ্গে মাখনলালের স্বভাবের কোন মিল নেই। তার মন গলানো খুব কঠিন। তার অভিপ্রায় যতদিন তার ছেলে বরদানন্দ বিএ পাশ না করে ততদিন তার বৌমা ষোড়শীর কাছ থেকে দূরে থাকবে।

কিন্তু পড়াশোনার ধাত ছিল না শৌখিন বরদানন্দের মধ্যে। তার বড় স্বাদ ছিল বিয়ের পর তামাক খাবে আর বউ নিয়ে আরামে এদিক সেদিক ঘোরাফেরা করবে। অন্তত পড়াশোনাটা করতে হবে না।

কিন্তু বরদার বিবাহোত্তর পর্বে তার বাবা মাখন আরও কঠোর হয়ে উঠলেন, বরদানন্দকে বিএ পাশ করতেই হবে। আর তার পরেই সে ষোড়শীর সাক্ষাত পাবে।

এক সময় বহু চেষ্টা করেও বিএ পাশ না করতে পেরে অসহ্য হয়ে বরদা সব ছেড়ে সন্যাসী হতে চলে। এভাবেই এগিয়ে চলবে নাটক।

সজল ও ক্যামেলিয়া ছাড়াও এ নাটকে অভিনয় করেছন তারিক আনাম খান, ড. ইনামুল হক, সিরাজুল ইসলাম আবেদ প্রমূখ।

নাটকটি প্রচার হবে আগামী ১৩ মে, শুক্রবার রাত ৯টা ৫ মিনিটে।

এলএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।