রাশিফল : ৩০ জানুয়ারি


প্রকাশিত: ০৮:৩০ এএম, ৩০ জানুয়ারি ২০১৫

মেষ: কর্মক্ষেত্রে সমস্যা মিটে যাওয়ার সম্ভাবনা। টিউমার বা আলসারের সমস্যায় ভোগান্তি বাড়বে। সৃষ্টিশীল কাজের বিশেষ স্বীকৃতির যোগ।

বৃষ: দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে কর্মোন্নতির ইঙ্গিত। জ্ঞাতিশত্রুর চালবাজি ধরে ফেলায় দাম্পত্য জীবনে জট কেটে যাওয়ার আশা। অপ্রিয় সত্য কথায় শত্রু বৃদ্ধি।

মিথুন: বস্ত্র ও বইয়ের ব্যবসায় বাড়তি বিনিয়োগের শুভ দিন। পরোপকার করতে গিয়ে সমস্যায় পড়তে হতে পারে। আর্থিক লেনদেন ঘিরে আত্মীয়স্বজনের সঙ্গে সম্পর্কের অবনতি।

কর্কট: বুদ্ধিবিভ্রমে কোনো সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা। পরোপকার শেষ পর্যন্ত বিড়ম্বনা ডেকে আনতে পারে। মূল্যবান দ্রব্যার্থ লাভ।

সিংহ: কর্মক্ষেত্রে প্রতিকূল পরিবেশের জন্য মানসিক অস্থিরতা। বাক্যালাপে অসতর্কতায় ভুল বোঝাবুঝি। শিরোরোগ ও রক্তঘটিত পীড়া ভোগাবে।

কন্যা: কর্মক্ষেত্রে শ্রম ও অধ্যবসায়ের স্বীকৃতি জুটতে পারে। বিষয়-বিবাদে ভাইবোনের সঙ্গে সম্পর্কের অবনতি।

তুলা: প্রভাবশালী ব্যক্তির হস্তক্ষেপে কর্মস্থলে সমস্যামুক্তি। সাংস্কৃতিক কাজকর্মে বিশেষ স্বীকৃতির সম্ভাবনা। তৃতীয় কাউকে ঘিরে প্রেমপ্রণয়ে গোলযোগের আশঙ্কা।

বৃশ্চিক: কর্তৃপক্ষের সঙ্গে গোলযোগে কর্মস্থলে জটিলতা বাড়তে পারে। ভাগ্যোদয়ের আশায় দূরসফরের পরিকল্পনায় আশার আলো। সন্তানের লেখাপড়ায় আগ্রহের অভাবে উদ্বেগ।

ধনু: অপ্রত্যাশিত ভাবে জটিল সমস্যার সমাধানের সম্ভাবনা। রক্তচাপের হেরফেরে নানা রোগভোগ। চলাফেরায় বাড়তি সতর্কতা দরকার।

মকর: উপস্থিতবুদ্ধিতে শত্রুর অপচেষ্টার মোকাবিলা করে বাজিমাত। উদারতা ও পরোপকারের স্বীকৃতি মিলতে পারে। থাইরয়েডের সমস্যা ভোগাবে।

কুম্ভ: কর্মকুশলতায় স্বীকৃতি ফের বিলম্বিত হওয়ায় হতাশা বাড়বে। দুষ্ট ব্যক্তির প্ররোচনায় ক্ষতি। জ্ঞাতি-পড়শির কূটচালে সম্পত্তি সংস্কার ব্যাহত।

মীন: স্বনিযুক্তি প্রকল্পে অপ্রত্যাশিত সাফল্যের যোগ। গুরুজনের সঙ্গে বিবাদে মনঃকষ্ট। পায়ের হাড় নিয়ে সমস্যা দেখা দিতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।