রাশিফল : ৪ সেপ্টেম্বর ২০১৪


প্রকাশিত: ০৩:১৭ এএম, ০৪ সেপ্টেম্বর ২০১৪

মেষ:  বিষয়সম্পত্তি নিয়ে মা-বাবার সঙ্গে বিরোধ। বৈদেশিক দ্রব্যার্থ লাভের শুভ যোগ। চুরি বা প্রবঞ্চনায় বড় ধরনের ক্ষতির আশঙ্কা।

বৃষ: ব্যবসা ঘিরে আইনি জটিলতা। সম্পত্তি-বিরোধ ঘিরে ভাইবোনের সঙ্গে সম্পর্কের অবনতি। প্রতিযোগিতামূলক পরীক্ষায় কৃতিত্ব।

মিথুন: সৎসাহসে ভর করে শত্রু হটিয়ে কার্যোদ্ধার। সম্পত্তি কেনার পরিকল্পনা সফল হতে পারে। প্রিয়জনের বিয়ের আলোচনা থেকে বিপত্তির আশঙ্কা।

কর্কট: কর্মক্ষেত্রে গোপন শত্রুতায় পদোন্নতি ফের বিলম্বিত হওয়ার আশঙ্কা। ভাইবোনের সঙ্গে সম্পত্তি-বিবাদ। গুরুজনের স্বাস্থ্যহানিতে কর্মপরিকল্পনা ব্যাহত।

সিংহ: বিকল্প উপার্জনের সংস্থান হওয়ায় আপাতত স্বস্তি। গুপ্তশত্রুতা থেকে সাবধান। প্রিয়জনের চিকিৎসা-বিভ্রাটে হয়রানি ও কাজকর্মে ব্যাঘাত।

কন্যা: স্বীয় প্রতিভায় কর্মে সাফল্যের বিলম্বিত স্বীকৃতির সম্ভাবনা। অতিথিকে ঘিরে সংসারে অশান্তি। স্বাস্থ্যহানি কাজকর্মে প্রভাব ফেলতে পারে।

তুলা: মূল্যবান দ্রব্যাদি বা নথিপত্র বেহাত হওয়ার আশঙ্কা। সম্পত্তি-মামলার ফল সন্তোষজনক না-ও হতে পারে। সন্তানের উচ্ছৃঙ্খল মতিগতি চিন্তা বাড়াবে।

বৃশ্চিক: বাক্যালাপে সংযমের অভাবে ভাবমূর্তির ক্ষতি হতে পারে। বেহিসেবি খরচে অর্থসঙ্কটের আশঙ্কা। রক্তচাপের ওঠাপড়ায় নানান শারীরিক সমস্যা। কাজকর্মে ব্যাঘাত।

ধনু: বাধা ও বিপর্যয়ের মধ্য দিয়ে ব্যবসায় অগ্রগতি। নৃত্যগীতাদি চারুকলার চর্চার স্বীকৃতির যোগ। পায়ের ব্যথার প্রকোপে চলাফেরায় অসুবিধা।

মকর: বহুমুখী প্রতিভার বিশেষ স্বীকৃতি জুটতে পারে। লটারি বা ফাটকায় প্রাপ্তিযোগ। কর্মে অপ্রত্যাশিত সাফল্য ও পদমর্যাদা বৃদ্ধি।

কুম্ভ: বৃত্তি পরিবর্তনের ঝুঁকি নিয়ে সাফল্যের সম্ভাবনা। গুরুজনের সঙ্গে সম্পত্তি-বিবাদে মনঃকষ্ট। উপকার করলে প্রতিদান নেই।

মীন: কর্তৃপক্ষের সঙ্গে বিবাদ ঘিরে কর্মক্ষেত্রে গোলযোগ। প্রেমপ্রণয়ে আকস্মিক মেঘ। প্রবল দুঃখবোধ থেকে আধ্যাত্মিক মনন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।