রাশিফল : ২৬ নভেম্বর


প্রকাশিত: ০২:৩৮ এএম, ২৬ নভেম্বর ২০১৪

মেষ: মাত্রাছাড়া উত্তেজনা থেকে বিপত্তির আশঙ্কা। সময়োচিত সিদ্ধান্তে ব্যবসায় জটমুক্তি। গুরুজনের চিকিৎসা-বিভ্রাটে হয়রানি ও বহু ব্যয়।

বৃষ: অত্যধিক উচ্চভিলাষ পরিতাপের কারণ হয়ে উঠতে পারে। বিষয়সম্পত্তি নিয়ে মামলায় অনুকূল ফলের ইঙ্গিত। পানিপথে ভ্রমণে বিপদের আশঙ্কা।

মিথুন: কর্মক্ষেত্রে অশান্তির অবসান। দাম্পত্য জীবনে শান্তি ও সাংসারিক শ্রীবৃদ্ধি।

কর্কট: শেয়ারে আপাতত বাড়তি লগ্নি না-করাই ভালো। কর্মসূত্রে দূরসফরের সুযোগ। নিজস্ব কৌশলে কর্মস্থলে সমস্যা মিটিয়ে বাহবা জুটতে পারে।

সিংহ: বৃত্তিগত প্রশিক্ষণের সূত্রে নতুন কর্মসংস্থানের সম্ভাবনা। সুযুক্তির জোরে বিতর্কে জিততে পারেন। পৈতৃক সম্পত্তি নিয়ে আইনি সমস্যা।

কন্যা: অসতর্কতায় শুভ যোগ ব্যর্থ হতে দেয়া উচিত হবে না। হারানো দ্রব্যার্থ পুনরুদ্ধারের সম্ভাবনা।

তুলা: শত্রুর উৎপীড়নের মোকাবিলায় আইনি পরামর্শ। পুরনো শেয়ার সূত্রে প্রাপ্তিযোগ। কর্মসমস্যার সমাধান হয়ে যেতে পারে।

বৃশ্চিক: দীর্ঘ প্রতীক্ষার পরে কর্মক্ষেত্রে পদোন্নতির ইঙ্গিত। সময়োচিত ব্যবস্থা নিয়ে পারিবারিক সমস্যার মোকাবিলা। অতি উদ্যম সংযত করাই ভালো।

ধনু: কুচক্রী সহকর্মীদের জোটবদ্ধ শত্রুতা সত্ত্বেও অগ্রগতি। আত্মীয়দের সঙ্গে মতবিরোধ। প্রেমপ্রণয়ে আঘাত আসতে পারে।

মকর: ব্যবসায় বাড়তি বিনিয়োগ থেকে বিরত থাকাই সমীচীন। সম্পত্তি ক্রয়ের উদ্দেশ্যে বাড়তি সঞ্চয়ের উদ্যোগ। পরিবারে নতুন অতিথি আগমনের সংবাদ মিলতে পারে।

কুম্ভ: বাজারের গতিপ্রকৃতি না-বুঝে বিনিয়োগ করলে ঠকতে হতে পারে। কোনো স্ত্রীলোকের কাছ থেকে সহায়তা পেতে পারেন।

মীন:  প্রতিবাদী মনোভাবের জন্য কর্মক্ষেত্রে জটিলতা বাড়বে। বিষয়সম্পত্তি রক্ষণাবেক্ষণ নিয়ে গুরুজনের সঙ্গে মনোমালিন্য। প্রিয়জনের স্বাস্থ্য নিয়ে সমস্যায় কাজকর্মে বাধা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।