মদ্যপান করতে গিয়ে সরকারি গোপন নথি হারালেন জাপানি কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:১৫ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৫
প্রতীকী ছবি (এআই দিয়ে তৈরি)/ ফ্রিপিক

রাতে সহকর্মীদের সঙ্গে মদ্যপান করতে গিয়ে গুরুত্বপূর্ণ সরকারি নথি হারিয়ে ফেলেছেন জাপানের অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। ওই নথিগুলোতে মাদক চোরাচালানে জড়িত সন্দেহভাজনদের ব্যক্তিগত তথ্য সংরক্ষিত ছিল বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি ইয়োকোহামায় পাঁচ ঘণ্টার আড্ডায় ওই কর্মকর্তা নয় গ্লাস বিয়ার পান করেন। পরে তিনি ট্রেনে করে নিজের শহর সুমিদায় ফেরার পথে তার ব্যাগ হারিয়ে ফেলেন। ব্যাগ হারানোর বিষয়টি তিনি ট্রেন থেকে নামার পর বুঝতে পেরেছিলেন।

আরও পড়ুন>>

জাপানের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এ ঘটনায় ‘গুরুতরভাবে জনসাধারণের বিশ্বাস ক্ষুণ্ন হয়েছে’ এবং তারা এর জন্য ‘গভীরভাবে দুঃখিত’।

সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকের প্রতিবেদনে বলা হয়েছে, হারিয়ে যাওয়া ব্যাগে ১৮৭ জন সন্দেহভাজন মাদক চোরাচালানকারী ও গাঁজার বীজ গ্রহণকারীর নাম-ঠিকানাসহ গুরুত্বপূর্ণ নথি ছিল।

এছাড়া, ওই ব্যাগে একটি ল্যাপটপও ছিল, যেখানে সেই কর্মকর্তার ব্যক্তিগত তথ্য সংরক্ষিত ছিল।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ওই কর্মকর্তা কাস্টমস ও ট্যারিফ ব্যুরোর সঙ্গে যুক্ত ছিলেন, তবে তার নাম প্রকাশ করা হয়নি।

জাপানে ব্যবসায়িক আলোচনার ক্ষেত্রে মদ্যপানের প্রচলন রয়েছে দীর্ঘদিন ধরে। ধারণা করা হয়, এটি আলোচনার পরিবেশকে আরও স্বচ্ছন্দ করে তোলে। তবে এ ঘটনায় সরকারি নথির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

সূত্র: বিবিসি
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।