শ্রীলঙ্কায় দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয়ের জন্য বানরকে দুষলেন মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৪ এএম, ১০ ফেব্রুয়ারি ২০২৫
বিদ্যুৎ বিপর্যয়ের জন্য বানরকে দায়ী করেছেন শ্রীলঙ্কার মন্ত্রী/ প্রতীকী ছবি: ফ্রিপিক

শ্রীলঙ্কায় দেশব্যাপী বিদ্যুৎ বিপর্যয়ের পর ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ ফের চালু করা হচ্ছে। এই বিদ্যুৎ বিপর্যয়ের কারণে হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে জেনারেটরের ওপর নির্ভর করতে হয়েছে।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, পুরো দেশে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে আরও কয়েক ঘণ্টা লাগতে পারে। তবে হাসপাতাল ও পানি পরিশোধন কেন্দ্রগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা এএফপির বরাতে জানা যায়, শ্রীলঙ্কার জ্বালানিমন্ত্রী কুমারা জয়াকোডি এই বিদ্যুৎ বিপর্যয়ের জন্য বানরকে দায়ী করেছেন। তিনি বলেন, একটি বানর আমাদের গ্রিড ট্রান্সফরমারের সংস্পর্শে আসায় সিস্টেমে ভারসাম্যহীনতা তৈরি হয়।

আরও পড়ুন>>

এদিকে, সিলন ইলেকট্রিসিটি বোর্ড (সিইবি) জানিয়েছে, রাজধানী কলম্বোর দক্ষিণে একটি সাব-স্টেশনে জরুরি পরিস্থিতির কারণে বিদ্যুৎ বিপর্যয় ঘটে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

মন্ত্রী বলেন, প্রকৌশলীরা সমস্যার সমাধানের চেষ্টা করছেন এবং যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করবেন।

সিইবি আরও বলেছে, আমরা দ্রুততম সময়ে পুরো দেশের বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

প্রায় ২ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশ শ্রীলঙ্কা। বিদ্যুৎ বিভ্রাটের কারণে সেখানকার হাসপাতাল ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো জেনারেটর বা ইনভার্টারের মাধ্যমে আপাতত কাজ চালানোর চেষ্টা করছে।

২০২২ সালের অর্থনৈতিক সংকটের সময়ও দেশটিতে ব্যাপক বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছিল।

সূত্র: বিবিসি
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।