জার্মানির পার্লামেন্ট নির্বাচন

জয়ী হয়েই যুক্তরাষ্ট্র থেকে স্বাধীন হওয়ার আহ্বান জানালেন মেৎর্স

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৫:১৬ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২৫
সিডিইউ নেতা ফ্রিডরিখ মেৎর্স/ ছবি: এএফপি

জার্মানির পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয়েই যুক্তরাষ্ট্র থেকে স্বাধীন হওয়ার ঘোষণা দিলেন ফ্রেডরিখ মেৎর্স। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইউরোপকে নিয়ে আর আগের মতো ভাবছে না। তাই ইউরোপকে যুক্তরাষ্ট্র থেকে স্বাধীন হতে হবে।

নির্বাচনে জয়ী হওয়ার পর টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে মেৎর্স বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন ইউরোপের নিরাপত্তা নিয়ে খুব বেশি চিন্তিত নয়। তাই আমাদের স্বাধীনভাবে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, আমি নিশ্চিত নই যে, আগামী জুনে অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনে ন্যাটো তার বর্তমান রূপে থাকবে কি না। আমাদের খুব দ্রুত স্বাধীন প্রতিরক্ষা সক্ষমতা গড়ে তুলতে হবে।

মেৎর্স অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্র ও রাশিয়া উভয়ই জার্মানির নির্বাচনে হস্তক্ষেপ করেছে। তিনি বলেন, ওয়াশিংটনের হস্তক্ষেপ মস্কোর চেয়ে কম ছিল না, ফলে আমরা দুই দিক থেকেই চাপে রয়েছি।

তিনি বিশেষভাবে ইলন মাস্কের সমালোচনা করেছেন, কারণ তিনি ‘উগ্র ডানপন্থি’ দল এএফডির পক্ষে নির্বাচনী প্রচারে সক্রিয় ছিলেন।

এদিকে, নির্বাচনের ফলাফলকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটিকে জার্মানি ও যুক্তরাষ্ট্রের জন্য একটি দুর্দান্ত দিন বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, জার্মান জনগণ দীর্ঘদিন ধরে চলে আসা বোকামিপূর্ণ নীতি, বিশেষ করে জ্বালানি ও অভিবাসন নিয়ে উদ্ভট এজেন্ডার প্রতি বিরক্ত হয়ে উঠেছিল। আর সেটিই এই পরিবর্তনের কারণ।

অন্যদিকে, সরকার গঠনের ক্ষেত্রে মের্জকে এখন তার প্রতিদ্বন্দ্বী এসডিডপির সঙ্গে জোট গঠন করতে হতে পারে। তিনি বলেন, যদি একজন অংশীদার পাই, তবে সহজ হবে। যদি দুজন লাগে, তবে কঠিন হবে, তবে সরকার গঠন করতে হবে দ্রুত। কারণ পৃথিবী আমাদের জন্য থেমে থাকবে না।

আবার এএফডি নেতা অ্যালিস ওয়েইডেল বলেছেন, যদি সিডিইউ ও সিএসউ বামপন্থিদের সঙ্গে সরকার গঠন করে, তবে সেটি হবে জনগণের সঙ্গে প্রতারণার শামিল। আর পরের নির্বাচনে আমরা প্রথম স্থান অধিকার করবো।

সূত্র: আল জাজিরা

এসএএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।