সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১১ মার্চ ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ১১ মার্চ ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

পাকিস্তানে ট্রেন হাইজ্যাক, কয়েকশ যাত্রী জিম্মি
পাকিস্তানের বেলুচিস্তানে কয়েকশ যাত্রী বহনকারী একটি ট্রেনে সশস্ত্র হামলা চালিয়েছে বিদ্রোহীরা। বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) নিশ্চিত করেছে, কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস ট্রেনটি লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছে। সংগঠনটি দাবি করেছে, তারা এখন ট্রেনটির নিয়ন্ত্রণে রয়েছে।

ভারতে ইসরায়েলি পর্যটক ধর্ষণ, আতঙ্কে শহর ছাড়লো শত শত বিদেশি
দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের হাম্পি শহরের কাছে এক নারকীয় ঘটনার পর শত শত বিদেশি পর্যটক এলাকা ছেড়ে চলে গেছেন। গত বৃহস্পতিবার রাতে তিন দুস্কৃতের হাতে এক ইসরায়েলি নারী পর্যটক ও এক ভারতীয় হোমস্টে মালিক দলবদ্ধ ধর্ষণের শিকার হন এবং নিহত হন এক ব্যক্তি।

বিশ্বের সবচেয়ে দূষিত ২০ শহরের ১৯টিই এশিয়ার
বিশ্বের সবচেয়ে দূষিত ২০টি শহরের তালিকায় মাত্র একটি শহর ছাড়া বাকি সবই এশিয়ায় অবস্থিত। সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ারের নতুন প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

নিক্কেই এশিয়ার প্রতিবেদন/ ট্রাম্পের শুল্কনীতিতে উপকৃত হতে পারে অস্ট্রেলিয়ার কৃষি খাত
ট্রাম্প প্রশাসনের নতুন শুল্কনীতি বিশ্ববাণিজ্যে অস্থিরতা সৃষ্টি করলেও অস্ট্রেলিয়ার কৃষিপণ্য রপ্তানিতে সম্ভাব্য সুবিধা বয়ে আনতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এ সুবিধা সঙ্গে সঙ্গেই মিলবে না।

দ্য ইকোনমিস্টের প্রতিবেদন/ অর্থনীতি নিয়ে ট্রাম্পের ‘দিবাস্বপ্নে’ ভুগছে যুক্তরাষ্ট্র
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৪ মার্চ কংগ্রেসে দেওয়া ভাষণে যুক্তরাষ্ট্রের অর্থনীতি নিয়ে রঙিন এক চিত্র এঁকেছিলেন। তার মতে, আমেরিকান ড্রিম এখন আগের চেয়ে আরও বড় এবং শক্তিশালী। শুল্ক আরোপের মাধ্যমে তিনি কর্মসংস্থান রক্ষা করবেন, যুক্তরাষ্ট্রকে আরও ধনী করে তুলবেন ও দেশকে সুরক্ষিত করবেন। কিন্তু বাস্তবতা পুরোপুরি ভিন্ন।

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতের্তে গ্রেফতার
মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তেকে গ্রেফতার করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। হংকং থেকে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পা রাখার পরপরই তাকে গ্রেফতার করা হয়।

রমজানেও নেই বাংলাদেশি পর্যটক, হতাশ পেট্রাপোলের ব্যবসায়ীরা
চলছে পবিত্র মাহে রমজান, আর সামনে আছে ঈদ। প্রতিবছর এই সময় ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্তের পেট্রাপোল স্থলবন্দর দিয়ে হাজার হাজার বাংলাদেশি পর্যটক পশ্চিমবঙ্গে আসেন। কিন্তু সাম্প্রতিক টানাপোড়েনের জেরে এবার বাংলাদেশি পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গের ব্যবসায়।

পাকিস্তানি রাষ্ট্রদূতকে ঢুকতে দেয়নি যুক্তরাষ্ট্র
এবার পাকিস্তানি এক রাষ্ট্রদূতকে ঢুকতে দেয়নি যুক্তরাষ্ট্র। তুর্কমেনিস্তানে নিযুক্ত ওই পাকিস্তানি রাষ্ট্রদূতকে ভিসা দিয়েও দেশে ঢুকতে দেয়নি মার্কিন প্রশাসন। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা পাকিস্তান সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। দ্য নিউজের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে জিও টিভি।

মার্কিন পণ্য আমদানিতে শুল্ক হ্রাসের প্রতিশ্রুতি দেওয়া হয়নি: ভারত
কয়েকদিন আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ভারত মার্কিন পণ্যের আমদানিতে আরোপ করা শুল্ক কমাতে রাজি হয়েছে। তবে তার এই দাবি প্রত্যাখ্যান করেছে ভারত। নয়াদিল্লি সাফ জানিয়ে দিয়েছে, তারা আমেরিকান পণ্যের ওপর আমদানি শুল্ক কমানোর কোনো প্রতিশ্রুতি দেয়নি।

মস্কোতে রাতভর ‘ব্যাপক’ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন
রাশিয়ার রাজধানী মস্কো ও পাশ্ববর্তী অঞ্চলে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে কমপক্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বলা হচ্ছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রায় ‘সামরিক অভিযান’ শুরু করার পর এটিই দেশটিতে সবচেয়ে বড় হামলা।

কেএএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।