ভারতে বাংলাদেশি পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০১:০০ পিএম, ০৬ এপ্রিল ২০২৫
বাসের বেশিরভাগ যাত্রী ছিলেন বাংলাদেশি পর্যটক। ছবি: ভিডিও থেকে সংগৃহীত

ভারতের উড়িষ্যায় বাংলাদেশি পর্যটক বহনকারী একটি বাস উল্টে অন্তত একজন নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছেন। রোববার (৬ এপ্রিল) ভোরে এই দুর্ঘটনাটি ঘটে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, চালক ঘুমিয়ে পড়ার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

আরও পড়ুন>>

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৭০ জন তীর্থযাত্রী ছিলেন, যাদের বেশিরভাগই বাংলাদেশের নাগরিক। তারা পশ্চিমবঙ্গের ইসকন মায়াপুর হয়ে কাশী বিশ্বনাথ মন্দির পরিদর্শনের পর পুরীতে যাচ্ছিলেন।

দুর্ঘটনার পরপরই পুলিশ ও অগ্নি নির্বাপণ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। আহতদের ভুবনেশ্বরের ক্যাপিটাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।

এখনো উদ্ধার কার্যক্রম চলছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

সূত্র: আইএএনএস, উড়িষ্যা টিভি
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।