গরমে নাজেহাল পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গ প্রতিনিধি পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০৩:০৪ পিএম, ২২ এপ্রিল ২০২৫

বৈশাখের শুরুতেই সূর্যের চোখরাঙানি শুরু হয়েছে। ফলে একলাফে বেড়ে গেছে কলকাতাসহ পশ্চিমবঙ্গের তাপমাত্রা। কলকাতাসহ পশ্চিমবঙ্গবাসীর ঘেমে-নেয়ে একাকার অবস্থা। এই কাঠফাটা গরমে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হবে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে কলকাতার আকাশ ছিল মেঘলা। তবে রাজ্যজুড়ে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তেজ বাড়তে থাকে সূর্যের।

মঙ্গলবার (২২ এপ্রিল) কলকাতার আলিপুর আবহাওয়া দফতরের প্রাদেশিক কর্মকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৭ থেকে ৩৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা ২.৯ ডিগ্ৰি সেলসিয়াস বেশি হতে পারে। আগামী ২ থেকে ৩ দিন ৬ ডিগ্ৰি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে রাজ্যের বিভিন্ন জেলায়।

অন্যদিকে রাজ্যের একাধিক জেলায় তাপপ্রবাহের সর্তকতা জারি করা হয়েছে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বীরভূম এসব জেলায় ৪০ ডিগ্ৰির আশেপাশে থাকতে পারে তাপমাত্রা।

কলকাতায় বৃষ্টির সম্ভাবনা আপাতত কম। বরং সূর্যের চোখরাঙানি আরও বাড়তে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে চলতি সপ্তাহে তাপমাত্রা কিছুটা বাড়বে বলে জানিয়েছে কলকাতার আলিপুর আবহাওয়া দফতর। তবে মাঝে মাঝে রাজ্যের কিছু জেলায় বৃষ্টি হয়ে সাময়িক স্বস্তি ফিরতে পারে।

টিটিএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।