গুজরাটে আটক ব্যক্তিরা ‘বাংলাদেশি’ কি না কীভাবে জানলো ভারতীয় পুলিশ?

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৬:০০ পিএম, ২৭ এপ্রিল ২০২৫
আটক ব্যক্তিদের এক জায়গায় জড়ো করেছে পুলিশ। ছবি: এএফপি

ভারতের গুজরাটে অভিযান চালিয়ে অবৈধভাবে বসবাসের অভিযোগে ১ হাজার ২৪ জন সন্দেহভাজন বাংলাদেশিকে আটকের দাবি করেছে ভারতীয় পুলিশ। শনিবার (২৬ এপ্রিল) রাজ্যের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

এক বিবৃতিতে গুজরাট সরকার বলেছে, সারারাত চালানো অভিযানের মাধ্যমে পুলিশ যৌথভাবে ১ হাজার ২৪ জন বাংলাদেশিকে আটক করেছে, যারা অবৈধভাবে বসবাস করছিল।

আরও পড়ুন>>

বাকি আরও যারা অবৈধভাবে গুজরাটে বসবাস করছেন, তাদের স্বেচ্ছায় আত্মসমপর্ণের জন্য দুদিন সময় বেঁধে দিয়েছেন গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাংভি।

গুজরাট সরকারের ওই বিবৃতিতে বলা হয়েছে, যাদের আটক করা হয়েছে, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।

যদিও আটক ব্যক্তিদের পরিচয় কীভাবে নিশ্চিত হওয়া গেছে, তা জানানো হয়নি ওই বিবৃতিতে।

আহমেদাবাদ পুলিশের কাছে বিবিসি গুজরাটের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল, আটক ব্যক্তিরা যে বাংলাদেশি নাগরিক, তা পুলিশ কীভাবে নিশ্চিত হয়েছে?

এই প্রশ্নের জবাবে আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের জয়েন্ট কমিশনার শরদ সিংঘাল বলেন, তাদের পরিচয়পত্র কোথা থেকে এসেছে, তাদের জন্ম কোথায় হয়েছে, তাদের পিতা-মাতা কোথায় আছে, সেসব তথ্য যাচাই-বাছাই করে পরিচয় নিশ্চিত করা হচ্ছে।

পশ্চিমবঙ্গ রাজ্যে জাল পরিচয়পত্র তৈরি করে, এমন একটি চক্রের সন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: বিবিসি বাংলা
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।