জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৭:২৪ পিএম, ১৩ মে ২০২৫
ভারতশাসিত কাশ্মীরে সেনা টহল। ফাইল ছবি: পিটিআই

ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিনজন নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর দাবি, নিহতরা ‘সন্ত্রাসী’। ওই এলাকায় আরও একজন সশস্ত্র সন্ত্রাসী লুকিয়ে থাকতে পারে বলে আশঙ্কা তাদের।

সোমবার রাত থেকে শুরু হওয়া এই অভিযান মঙ্গলবারও (১৩ মে) চলছে। ভারতীয় সেনাবাহিনী জানায়, কুলগামে শুরু হওয়া এই অভিযান পরে শোপিয়ানের শোকাল কেলার এলাকার জঙ্গলে গড়ায়।

আরও পড়ুন>>

সেনা ও আধাসামরিক বাহিনীর যৌথ দল ‘সার্চ অ্যান্ড ডেস্ট্রয়’ মিশনে নামে। অভিযানে ব্যাপক গুলিবিনিময় হয়, যাতে তিনজন ‘হাই-প্রোফাইল সন্ত্রাসী’ নিহত হয়। সেনাবাহিনী এই অভিযানকে ‘অপারেশন কেলার’ নাম দিয়েছে।

এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী লিখেছে: ১৩ মে ২০২৫, রাষ্ট্রীয় রাইফেলস ইউনিটের নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শোপিয়ানের শোকাল কেলার এলাকায় অভিযান শুরু হয়। সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করলে তীব্র গুলিবিনিময় হয় এবং তিন সন্ত্রাসী নিহত হয়। অভিযান এখনো চলছে।

এই অভিযান এমন এক সময় চালানো হলো, যখন ভারত-পাকিস্তান সীমান্তে উত্তেজনা কিছুটা প্রশমিত হলেও পুরোপুরি যায়নি। গত এপ্রিলে কাশ্মীরের পহেলগামে এক নৃশংস হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে গত ৬ ও ৭ মে পাকিস্তান ও পাকিস্তানশাসিত কাশ্মীরে বিমান হামলা চালায়।

পাল্টা জবাব দেয় পাকিস্তানও। এতে দুই পক্ষেরই কয়েক ডজন মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। গত ১০ মে যুদ্ধবিরতি ঘোষণা হলেও ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, তারা পাকিস্তানের ওপর ‘কড়া নজর’ রাখছে।

সূত্র: এনডিটিভি
কেএএ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।