আবারও যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সতর্কতা


প্রকাশিত: ১০:২০ এএম, ২৯ ডিসেম্বর ২০১৪

আবারও যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো রাশিয়া। সম্প্রতি ইউক্রেনকে যুক্তরাষ্ট্র অস্ত্র সহায়তা করছে গণমাধ্যমে এমন খবর প্রকাশের পর রাশিয়া এ হুঁশিয়ারি দিয়েছে। রুশ সংসদ দুমার একজন কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে অস্ত্র দেয়া অব্যাহত রাখে তাহলে রাশিয়াও এর পাল্টা জবাব দেবে।

রুশ বার্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে প্রেস টিভি জানায়, দুমার প্রতিরক্ষা বিষয়ক কমিটির সদস্য ফ্রাঙ্কস ক্লিন্টসেভিচ ইউক্রেনকে মার্কিন অস্ত্র দেয়ার পরিণতিকে অত্যন্ত বিপদজনক অভিহিত করেছেন। তিনি বলেন, এর ফলে দেশটির দক্ষিণ ও পূর্বাঞ্চলে সহিংসতা তীব্রতর হবে। একই সঙ্গে তিনি ইউক্রেনকে অস্ত্র দেয়ার ভয়াবহ পরিণতির বিষয়টি চিন্তা করার জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহবান জানান।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি অস্ত্র দেয়া বন্ধ না করে তাহলে রুশ সংসদ দুমাও ইউক্রেনের দানেস্ক ও লুহানস্ক শহরে বিদ্রোহীদের অস্ত্র দেয়ার জন্য পদক্ষেপ নিতে প্রেসিডেন্ট পুতিনের প্রতি আহবান জানাবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র গত সপ্তাহে আফগানিস্তানে দখলদারিত্বের অবসান ঘটিয়ে তাদের অস্ত্রের একটি বড় অংশ আফগানিস্তান থেকে ইউক্রেনে স্থানান্তরের কথা জানিয়েছে। রাশিয়া ইউক্রেনের ব্যাপারে মার্কিন নীতির সমালোচনা করে জানায়, সেদেশে মানবাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার মার্কিন দাবি সম্পূর্ণ মিথ্যা এবং ইউক্রেনের ঘটনায় আমেরিকার দ্বিমুখী নীতি প্রমাণিত হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।