সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৮ মে ২০২৫

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ১৮ মে ২০২৫

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের প্রধান বিমানবন্দর বন্ধ

ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ওই হামলার পর ইসরায়েলের প্রধান বিমানবন্দরে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। ইসরায়েলের চ্যানেল ১২-এর খবরে বলা হয়েছে, ইয়েমেন থেকে সর্বশেষ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর বেন গুরিওন আন্তর্জাতিক বিমানবন্দরে সাময়িকভাবে বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে। খবর আল জাজিরার।

ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে বাড়তি সুবিধা দিচ্ছে চীনা অস্ত্রের সম্ভার

ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক সংঘাতে চীনা অস্ত্র ব্যবহারের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে পাকিস্তান। দেশটির দাবি, তারা চীনের তৈরি জে-১০সি যুদ্ধবিমান এবং পিএল-১৫ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে গত ৭ মে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এর মধ্যে রয়েছে তিনটি ফরাসি নির্মিত ‘রাফাল’ এবং দুটি পুরোনো রুশ নির্মিত যুদ্ধবিমান।

বাংলাদেশি পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা, ক্ষতির শঙ্কায় ভারতীয় ব্যবসায়ীরা

বাংলাদেশ থেকে বেশ কিছু পণ্য স্থলবন্দর দিয়ে প্রবেশে ভারতের নিষেধাজ্ঞায় ক্ষতির আশঙ্কায় রয়েছেন ভারতের স্থলবন্দরের ব্যবসায়ীরা। শনিবার (১৭ মে) দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর (ডিজিএফটি) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। সম্প্রতি বাংলাদেশ সমুদ্রবন্দর ও স্থলবন্দর দিয়ে ভারতীয় তুলা আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের পর এই নিষেধাজ্ঞা আরোপ করলো ভারত।

যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে নিহত ২১

যুক্তরাষ্ট্রের মিসৌরি ও কেন্টাকি অঙ্গরাজ্যে শক্তিশালী টর্নেডোর আঘাতে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৬ মে) রাতে এসব ঝড় আঘাত হানে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

ব্রুকলিন ব্রিজে জাহাজের ধাক্কায় নিহত ২, আহত ১৯

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত ঐতিহ্যবাহী ব্রুকলিন ব্রিজের সঙ্গে মেক্সিকান নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজের সংঘর্ষে দুজন নিহত এবং অন্তত ১৯ জন আহত হয়েছেন। শনিবার (১৭ মে) এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন পুলিশ।

হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭

ভারতের হায়দরাবাদে আইকনিক চারমিনারের কাছে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এতে ৮ শিশু এবং পাঁচ নারীসহ কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। কীভাবে আগুনের সূত্রপাত তা জানা যায়নি। তবে শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। খবর এনডিটিভি, হিন্দুস্তান টাইমস।

সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার

সৌদি আরবে অভিযান চালিয়ে প্রায় ১৫ হাজার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। অবৈধভাবে কাজ ও বসবাসের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

স্থলপথে বাংলাদেশি পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞার নেপথ্যে

স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। যার প্রভাব পড়বে আনুমানিক ৭৭০ মিলিয়ন মার্কিন ডলারের পণ্যের ওপর। এটি মোট দ্বিপাক্ষিক আমদানির প্রায় ৪২ শতাংশ। এমন তথ্য জানিয়েছে গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ (জিটিআরআই)।

সৌদি আরবে এআই ক্লিনিক চালু, সেবা দেবে ভার্চুয়াল ডাক্তার

সৌদি আরব বিশ্বে প্রথম দেশ হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দ্বারা পরিচালিত একটি ক্লিনিক চালু করেছে, যা ভবিষ্যতের স্বাস্থ্যসেবার সংজ্ঞা নতুনভাবে নির্ধারণ করতে পারে।

এমএসএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।